বাংলাদেশের সহায়-সম্পত্তি বিক্রি করে কি বিদেশে অর্থ নিয়ে যাওয়া যায়?

KENYA ECONOMY DOLLAR SHORTAGE

A Kenyan worker displays USD dollar notes at a forex bureau in downtown Nairobi, Kenya, 07 February 2023. Kenyan firms have cited dollar shortage among other domestic challenges that have impacted their revenues and obstructed their expansion capacity, according to the latest Central Bank of Kenya (CBK) survey. EPA/Daniel Irungu Source: AAP / Daniel Irungu/EPA

বাংলাদেশে ক্রয় কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সহায়-সম্পত্তি বিক্রি করে কি বিদেশে অর্থ নিয়ে যাওয়া সম্ভব? এ বিষয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন, কানাডার টরেন্টো-প্রবাসী ব্যাংকার ও অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট নিরঞ্জন রায়।


অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা, ইউরোপসহ বিশ্বের বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকদের বাস। ব্যবসা-বাণিজ্য, চাকরি- নানাসূত্রে অনেকে সেখানে স্থায়ী হয়েছেন। তাঁদের মধ্যে কারও কারও দেশে আসার সম্ভাবনা কম। বিশেষ করে নতুন যে প্রজন্মটি সেখানে গড়ে উঠেছে, বাংলাদেশের সঙ্গে তাদের তেমন একটা যোগসূত্র নেই বলা হয়ে থাকে।

এই প্রবাসীদের অনেকেরই সহায়-সম্পত্তি আছে বাংলাদেশে। তারা যদি তাদের সে-সব সহায়-সম্পত্তি বিক্রি করে সেই অর্থ বিদেশে নিয়ে আসতে চান, সেটা কি সম্ভব?

এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন কানাডার টরেন্টো-প্রবাসী ব্যাংকার ও অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্ট নিরঞ্জন রায়।

নিরঞ্জন রায়ের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share