পাঁচ দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন মিন্টু হক, যেমন ছিল শুরুর দিনগুলো

Mr Mintu Haque has been living in Australia for more than five decades.

Mr Mintu Haque has been living in Australia for more than five decades. Source: Mintu Haque

মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু পাঁচ দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় থাকছেন। এই দীর্ঘ সময়ে শুরুর দিনগুলো থেকে আজ পর্যন্ত অনেক স্মৃতি জমা হয়ে গেছে। তিনি এসেছিলেন তরুণ বয়সে বাংলাদেশেরও জন্মের আগে, তিনি বর্ণনা করেছেন তার দীর্ঘ অভিবাসী জীবনের কিছু স্মৃতি।


অস্ট্রেলিয়ায় অশ্বেতাঙ্গ জনগোষ্ঠীর অভিবাসন খুব বেশি দিনের নয়, ১৯৭৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ায় হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি ছিল, মানে শুধু শ্বেতাঙ্গরাই অস্ট্রেলিয়ায় অভিবাসন পেত। ১৯৭৫ সালে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি বাতিল হবার পর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য প্রান্তের মত দক্ষিণ এশিয়া থেকেও অভিবাসন শুরু হতে থাকে।

কিন্তু এর আগেও অনেক বাঙ্গালি অভিবাসীদের কথা শোনা যায়, এমনি একজন মিঃ মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু। তিনি স্থানীয় বাংলাদেশিদের নিকট মিন্টু হক নামেই বেশি পরিচিত।

তিনি অস্ট্রেলিয়ায় আসেন ১৯৬৯ সালে মাইনিংয়ের চাকরি নিয়ে। এর কয়েক বছর পর তিনি একজন স্থানীয় নারীকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় স্থায়ী আবাস গড়েন। মিঃ মোহাম্মদ মোকসেদুল হক মিন্টু এসবিএস বাংলাকে জানাচ্ছেন তার অস্ট্রেলিয়ায় অভিবাসনের স্মৃতি।

মিঃ মিন্টু হকের পুরো সাক্ষাৎকারটি শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন

আরো দেখুনঃ



 


Share