লোকাল কাউন্সিলগুলোকে ২৬ জানুয়ারি সিটিজেনশিপ সিরিমনি পালন করতে বলেছে সরকার

Prime Minister Scott Morrison with newly sworn citizens at an Australia Day Citizenship Ceremony and Flag Raising event in Canberra, Saturday, January 26, 2019. (AAP Image/Mick Tsikas) NO ARCHIVING

Prime Minister Scott Morrison with newly sworn citizens at an Australia Day Citizenship Ceremony, 2019. Source: AAP Image/Mick Tsikas

ফেডারাল সরকারের নতুন বিধি প্রবর্তনের ফলে অস্ট্রেলিয়া ডে-তে স্থানীয় কাউন্সিলগুলোকে সিটিজেনশিপ সিরিমনির আয়োজন করতে বাধ্য করা হবে। সরকার বলছে যে, এই পরিবর্তনটি নিশ্চিত করবে যে, ২৬ জানুয়ারিতে সর্বাধিক সংখ্যক মানুষ যেন নাগরিক হতে পারে এবং কিছু কাউন্সিলকে এই দিনটি নিয়ে রাজনীতি করতে বাধা দিতে পারে।


প্রতিবছর কয়েক হাজার মানুষ নতুন অস্ট্রেলিয়ান হিসেবে নিশ্চিত হন। তাদের অনেকেই নতুন অস্ট্রেলিয়ান হিসেবে আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়া ডে-তে সিটিজেনশিপ সিরিমনিতে যোগ দিতে পেরে আনন্দিত হন। অস্ট্রেলিয়া ডে-তে এ ধরনের অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়ছে।

চলতি বছর প্রায় ৩০০টি কাউন্সিল অস্ট্রেলিয়া ডে-তে সিটিজেনশিপ সিরিমনির আয়োজন করলেও ৩৬টি কাউন্সিল তা করে নি।

নতুন বাধ্যতামূলক পরিবর্তনগুলির আওতায় ফেডারাল সিটিজেনশিপ মন্ত্রী ডেভিড কোলম্যান বলেছেন, সমস্ত কাউন্সিলকে ২৬ শে জানুয়ারিতে এই অনুষ্ঠান করতে হবে। যে সমস্ত কাউন্সিল এটি মানতে অস্বীকার করবে, তাদের নাগরিকত্ব অনুষ্ঠান করার অধিকার কেড়ে নেয়া হবে।

আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেশ কয়েকটি কাউন্সিল অস্ট্রেলিয়া দিবস উদযাপন বাতিল করার পর সরকার এই বছরের শুরুর দিকে এই পরিবর্তনগুলোর প্রতি দৃষ্টি দিয়েছে।

মিস্টার কোলম্যান বলেন যে, তিনি চান না যে এই দিনটির রাজনীতিকরণ করা হোক।

দুই বছর আগে ভিক্টোরিয়া রাজ্যের দুটি কাউন্সিল, যাদের এই সিটিজেনশিপ সিরিমনি করার অধিকার ছিল, তা তাদের  কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে।  ওই দুটি কাউন্সিলের একটি হচ্ছে মেলবোর্ন ইনার-ইস্টের সিটি কাউন্সিল ইয়ারা (yarra) এবং উত্তরের সিটি অফ ডেরবিন (City of Darebin)।

ডেরবিনের মেয়র সুজান রেনি বলেন, কাউন্সিল তাদের সিদ্ধান্তে অটুট রয়েছে। তিনি বলেন যে, কাউন্সিলকে সেই দিনটিতে তাদের অনুষ্ঠান করতে বাধ্য করার সরকারের সিদ্ধান্তটি অপ্রয়োজনীয়।

লনসেস-তুন (Launceston) সিটি ছিল সর্বশেষ কাউন্সিল যাদের কাছ থেকে অস্ট্রেলিয়া ডে উদযাপন বাতিল করা হয়েছে। তবে এখন বলছে যে, তারা এই রায়টি মেনে চলতে বাধ্য।

মন্ত্রী কোলম্যান বলেন যে, কাউন্সিলগুলোকেও পরিবর্তনের অংশ হিসেবে নাগরিকত্ব অনুষ্ঠানের দিনে ড্রেস-কোড অনুসরণ করতে হবে। তবে, জাতীয় এবং সাংস্কৃতিক পোশাকগুলো পরিধানের অনুমতি বহাল থাকবে।

তবে রিজিওনাল এলাকাগুলোতে কয়েকটি ছোট ছোট কাউন্সিলের জন্য ছাড় দেওয়া হবে, যেখানে অল্প সংখ্যক নতুন নাগরিক রয়েছে।

প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share