এটা প্রত্যাশা করা হচ্ছে যে যারা ইংরেজি জানে না তাদের জন্য একটি বহুভাষিক হাব তৈরী করা হবে, যাতে ডিসেবিলিটি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তারা নিজের ভাষায় পায় ।
অস্ট্রেলিয়ান ডেটা থেকে দেখা যায় যে, বিদেশে জন্মগ্রহণকারী প্রতিবন্ধীদের হার স্থানীয়দের মতো একই আছে।
এর পরেও ন্যাশনাল ডিসেবিলিটি ইন্সুরেন্স স্কিমের জন্য যোগ্য অনেকেই এই সিস্টেমের মধ্যে নেই।
সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল বলছে এনডিআইএস নিবন্ধনগুলি আট শতাংশে এসে থমকে আছে।
এই কারণেই সংস্থাটি ন্যাশনাল ডিসেবিলিটি ইন্সুরেন্স স্কিমের অর্থায়নে মাল্টিলিঙ্গুয়াল ডিসেবিলিটি হাব বা বহুভাষিক কেন্দ্র তৈরি করেছে।
এই কেন্দ্রে টেলিফোন লাইন এবং ওয়েবসাইটের মাধ্যমে ১৪টি ভাষার তথ্য দেয়া হয়।
আরো পড়ুন :
পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন