“সর্পদংশনের চিকিৎসাপদ্ধতি নিয়ে বাংলাদেশে এখনও অনেক ভুল ধারণা আছে”

AS THE RUSSELL'S VIPER YAWNS !!

সাপে কামড়ালে আমাদের দেশের অনেক জায়গায় এখনও ওঝার শরণাপন্ন হওয়ার প্রবণতা রয়েছে। Credit: SHAKYASOM MAJUMDER/Getty Images/500px Plus

সম্প্রতি বাংলাদেশে রাসেল’স ভাইপার বা চন্দ্রবোড়া সাপের উপস্থিতি এবং এর কামড়ে প্রাণহানির কারণে জনমনে আতঙ্ক বিরাজ করছে।


পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দুর্লভ সাপ চন্দ্রবোড়া। এটি যে বাংলাদেশে ছিল, এর প্রমাণ পাওয়া যায় ১৯২৯ সালে পি ব্যানার্জির লেখা ‘হ্যান্ড বুক অব স্নেক-বাইট’ বইয়ে। বইটিতে এক হাজার ৮৩টির মতো কেস স্টাডি আছে। সেখানে ২২টি চন্দ্রবোড়া সাপের তথ্য আছে, যেগুলোর ভৌগোলিক এলাকা বর্তমান বাংলাদেশ। এর মধ্যে খুলনা, কুষ্টিয়া, যশোর—এসব জায়গার নাম আছে।
রাজশাহী কিংবা চট্টগ্রামের মতো বাংলাদেশের বায়োলজিক্যাল মিউজিয়ামগুলোতে আগে থেকেই যে স্পেসিম্যানগুলো (নমুনা) সংরক্ষিত আছে, সেগুলো চন্দ্রবোড়ার।

বিষধর সাপে কামড়ের উপসর্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং বাংলাদেশহ বিভিন্ন দেশের জাতীয় গাইডলাইন অনুযায়ী সাপে কাটা রোগীর ব্যবস্থাপনায় করণীয়- এসব নিয়ে আমরা কথা বলেছি রাজশাহী মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আবু শাহীন মো. মাহবুবুর রহমানের সঙ্গে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং 
পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।

এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।

এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিটকরুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন 
চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।

Share