“জুমে ক্লাস করাটা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিল”

The University of Adelaide, Adelaide, South Australia, SA, Australia.

The University of Adelaide, Adelaide, South Australia, SA, Australia. Source: Universal Images Group via Getty Images

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর এই সময়টিতে অস্ট্রেলিয়ায় কেমন আছে বাংলাদেশী আন্তর্জাতিক শিক্ষার্থীরা? এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের আন্তর্জাতিক শিক্ষার্থী নম্রতা খীসা।


ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের মাস্টার অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রিনিয়ারশিপ এর শিক্ষার্থী নম্রতা খীসা বলেন,

“কোভিড আমাদের জন্য পুরোপুরিই একটি অনিশ্চিত বিষয় ছিল।”
তিনি বলেন, কোভিড-১৯ নিয়ে তার বেশিরভাগ অভিজ্ঞতাই কোর্স সম্পর্কিত। কোভিডের কারণে অনলাইনে দু’টি কোর্স করতে বাধ্য হন তিনি।

“জুমে ক্লাস করাটা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা ছিল।”

অনলাইনে কোর্সের কিছু সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন,

“আমার যে রেজাল্ট আসার কথা ছিল, স্পেসিফিক কিছু কোর্সে, সেটা হয়তো আমার আসে নি।”

বাংলাদেশী কমিউনিটির কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন বলেন তিনি।

নম্রতা খীসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি কোভিড টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের মাস্টার অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রিনিয়ারশিপ এর শিক্ষার্থী নম্রতা খীসা বলেন, বাংলাদেশী কমিউনিটির কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন।
ইউনিভার্সিটি অফ অ্যাডিলেইডের মাস্টার অফ ইনোভেশন অ্যান্ড এন্ট্রেপ্রিনিয়ারশিপ এর শিক্ষার্থী নম্রতা খীসা বলেন, বাংলাদেশী কমিউনিটির কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। Source: Namrata Khisa
নম্রতা খীসার সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share