ভারতীয় সংবাদ: ২৯ আগস্ট ২০২২

India Suzuki

Indian Prime Minister Narendra Modi, left and Suzuki Motor Corp Chairman Osamu Suzuki wave during an event to mark 40 years of Suzuki's partnership with Maruti in India, Gandhinagar, India, Sunday, Aug. 28, 2022. Source: AP / Ajit Solanki

কলকাতা থেকে পার্থ মুখোপাধ্যায় জানাচ্ছেন ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোর সংবাদ।


ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠকে আবারো তিস্তার জল বন্টন নিয়ে নিজেদের দাবি জোরালো করেছে ঢাকা। এর মধ্যেই সেপ্টেম্বরের গোড়ায় তিন দিনের ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় রাজনীতিতে শাসক দল বিজেপি-কে যখন বিরোধীদের তুলনায় আরও শক্তিশালী দেখাচ্ছে তখন বিভিন্ন ঘটনায় জর্জরিত প্রধান দুই বিরোধী দল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস।
রাহুল গান্ধী নিজে দলের সভাপতি হতে আর চান না। সেইসঙ্গে মা সোনিয়া বা বোন প্রিয়াঙ্কা সেই দায়িত্ব নেন, তাও চান না।

আর কলকাতায় বিভিন্ন দুর্নীতির ঘটনায় ক্রমেই অস্বস্তি বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের।

ভারতের সাম্প্রতিক ঘটনাগুলোর খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Follow SBS Bangla on .

Share