ভারতের সাম্প্রতিক খবর: ২৩ সেপ্টেম্বর, ২০২৪

Narendra Modi

Narendra Modi, Prime Minister of India, speaks at an event in Uniondale, N.Y., Sunday, Sept. 22, 2024. (AP Photo/Seth Wenig) Source: AP / Seth Wenig/AP

ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।


এ সপ্তাহের হাইলাইটস
  • আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসময় সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মুহাম্মদ ইউনুস উপস্থিত থাকলেও তাদের মধ্যে কোন বৈঠক হয় নি।
  • কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি এক মহিলা চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ এবং হত্যা মামলায় ২৭ সেপ্টেম্বর আবার সুপ্রিম কোর্টে শুনানির কথা রয়েছে।
  • পুজোর আগে বন্যার জলে ভাসছে দক্ষিণবঙ্গ।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন .

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায়

Share