মূল বিষয়:
- অবিজ্ঞাপিত চাকরির বাজারে খোঁজ করা আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
- অভিবাসী এবং শরণার্থী কর্মসংস্থান পরিষেবাগুলি চাকরি পাওয়ার পথকে ত্বরান্বিত করতে পারে।
- যত্ন, আতিথেয়তা এবং নারীদের ট্রেড বা নির্মান খাতের চাকরি খুঁজে পাওয়া এখন আগের চেয়ে অনেক সহজ।
চাকরি খোঁজা খুব সহজ কোনো কাজ নয়।
অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পরপরই অবিলম্বে আপনার ওয়ার্ক রাইটস বা কাজ করার অধিকার সম্পর্কে অবহিত হওয়া এবং সক্রিয়ভাবে কাজের সুযোগ খোঁজা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক এমনটাই পরামর্শ দিয়েছেন এনবি মাইগ্রেশন ল নামক সংস্থার প্রধান আইনজীবী অ্যাগনেস কেমেনেস।
চাকরির খোঁজ শুরু করতে সিক ডট কম, ক্যারিয়ারওয়ান এবং জোরার মতো কর্মসংস্থান ওয়েবসাইটগুলি খুবই কার্যকরী। সেই সাথে লিংকডইনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও উপলভ্য কাজের ধরণ এবং চাহিদাযুক্ত খাত কী কী রয়েছে, সে বিষয়ে পরিষ্কার ধারণা দিতে পারে।
Recruitment, Job application, contract and business employment concept. Hand giving the resume to the recruiter to review the profile of the applicant. Source: Moment RF / Narisara Nami/Getty Images
প্রচলিত উপায়ে চাকরি খোঁজার পাশাপাশি এদেশে প্রত্যাশিত চাকরি পেতে হলে বিকল্প উপায় অবলম্বন করা দরকার হতে পারে।
যেহেতু অনেক চাকরির খবরই বিজ্ঞাপিত হয় না, তাই কাজ পেতে হলে বিভিন্ন প্রতিষ্ঠিত নিয়োগকর্তা এবং সংস্থা বা এজেন্সিগুলির সাথে সরাসরি যোগাযোগ করে সক্রিয়ভাবে নিজের নেটওয়ার্ক বা পরিচিতির গন্ডি প্রসারিত করা জরুরি।
এই পদ্ধতির মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুকে আপনার পরিচিত মানুষদের মধ্যে চাকরির সুযোগ নিয়ে আলাপ করা, কারণ অনেকেই এখন পত্রিকায় বিজ্ঞাপন না দিয়ে ফেসবুকে পোস্টের মাধ্যমে চাকরিপ্রার্থী খুঁজে নিতে চায়।
প্রয়োজন হলে আপনি বেশ কয়েকটি অভিবাসী এবং শরণার্থী কর্মসংস্থান পরিষেবার সাথেও যোগাযোগ করতে পারেন।
উদাহরণস্বরূপ, সেটেলমেন্ট সার্ভিসেস ইন্টারন্যাশনাল বা এসএসআই () এর মতো কিছু অলাভজনক সংস্থা বিভিন্ন পটভূমির মানুষদের প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ খুঁজে দেয়।
এসএসআই পরিচালিত প্রোগ্রামগুলি বিশেষত শরণার্থী এবং অভিবাসীদের জন্যে পরিচালনা করা হয়ে থাকে বলে জানিয়েছেন হেড অব এমপ্লয়মেন্ট সার্ভিসেস জুডি লাজাকানি।
এদেশে আগমনের পরে নতুন অভিবাসীদের সাধারণত রেফিউজি অ্যান্ড অ্যাসাইলাম সিকারস এমপ্লয়মেন্ট প্রোগ্রামস এর মাধ্যমে এসএসআইয়ের সাথে যোগাযোগ করিয়ে দেয়া হয়।
এসএসআই আপনার পূর্ব অভিজ্ঞতা ও কাজের দক্ষতা মূল্যায়ন করে এবং পেশা নিয়ে আপনার প্রত্যাশা কী সে-বিষয়গুলি বিবেচনা করে। এই কর্মসূচীর মাধ্যমে চাকরিপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মান অনুযায়ী নিজেদের রেজিউমি বা জীবনবৃত্তান্ত তৈরি করা শিখতে পারে এবং চাকরির বাজার সম্পর্কে আরও গভীর ধারণা অর্জন করতে পারে।
মিজ লাজাকানি ব্যাখ্যা করে বলেন যে আপনি যদি এদেশে আসার আগে অন্য কোনো পেশায় নিযুক্ত থাকেন, তাহলে এসএসআই কীভাবে সেই পেশাটি অস্ট্রেলিয়ায় উপলব্ধ সুযোগের সাথে কাজে লাগতে পারে সে-সম্পর্কে দিকনির্দেশনা সরবরাহ করতে পারে।
এসএসআই চাকরিপ্রার্থীদের স্থানীয় ব্যবসা-প্রতিষ্ঠানের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাদের দক্ষতা ও যোগ্যতা কার্যকরভাবে উপস্থাপন এবং বাজারজাত করতে সাহায্য করে। এই সহায়তার মূল লক্ষ্য হলো স্থানীয় চাকরির বাজারে নিজেদের সঠিকভাবে উপস্থাপন ও সংযোগ তৈরিতে সহায়তা করা।
ফেডারেল সরকারের ওয়ার্কফোর্স অস্ট্রেলিয়া প্রোগ্রাম এবং অন্যান্য স্বাধীন উদ্যোগের মাধ্যমে অভিবাসী এবং শরণার্থীদের কর্মসংস্থান পরিষেবাও সরবরাহ করে।
তাদের লক্ষ্য হচ্ছে অভিবাসী ও শরণার্থীদের কর্মসংস্থান খোঁজার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলি দূর করা।
এএমইএস অস্ট্রেলিয়ার পাবলিক অ্যাফেয়ার্স ম্যানেজার লরি নওয়েলের মতে, তারা অভিবাসীদের শক্তি, দক্ষতা, যোগ্যতা এবং জীবন থেকে আহরিত অভিজ্ঞতাগুলিও তুলে ধরেন।
এই কর্মসূচিগুলি সাধারণত বিনামূল্যের হয়ে থাকে।
এএমইএস পরিচালনা করে থাকে, এই কোর্সটি পেশাদার অভিবাসীদের অস্ট্রেলিয়ান কর্মক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দেয়।
এই কার্যক্রমগুলি সম্পর্কে তথ্য পেতে হলে এএমইএস ওয়েবসাইটে গেলেই বিশদ তথ্য পাওয়া যাবে।
Portrait Of Female Aboriginal Australian Worker On Solar Farm wearing Hi-Vis Workwear Credit: Thurtell/Getty Images
আর যেসব নারীরা ট্রেডি বা ট্রেডপার্সন হওয়ার বিষয়ে আগ্রহী, তাদের জন্যেও রয়েছে বিস্তারিত তথ্য।
যেমন, ‘কানেক্টিং উইমেন টু ট্রেডস’ নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের একটি উদ্যোগ। এসএসআইয়ের মাধ্যমে এটি পরিচালিত হয়, এটি বিভিন্ন ব্যবসা বা নির্মাণ খাতে প্রবেশ করতে ইচ্ছুক ব্যবসা-প্রতিষ্ঠান এবং নারীদের জন্য সক্ষমতা এবং সচেতনতা তৈরি করে বলে জানিয়েছেন এসএসআইয়ের জুডি লাজাকানি।
নারীদের জন্য আর্থিক ক্ষমতায়ন কতটা গুরুত্বপূর্ণ, এই উদ্যোগটি সেটির উপর জোর দেয়, কারণ নারীরা কেবল নিজেদের ব্যয়ই বহন করে না - তারা প্রায়শই তাদের বর্ধিত পরিবারের সদস্যদেরও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
বিভিন্ন ট্রেড বা ব্যবসায় নারীদের ক্রমবর্ধমান উপস্থিতি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সামাজিক পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবং নতুন নতুন পেশা বিবেচনা করার জন্যে নতুন অনেক দিক উন্মোচন করে।
লরি নওয়েল আরও বলেন, যারা হসপিটালিটি বা আতিথেয়তা শিল্পে কাজ করার বিষয়টি বিবেচনা করেছেন, তাদের জন্যে সুখবর হচ্ছে এএমইএস অস্ট্রেলিয়া এই ক্ষেত্রগুলিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ পরিচালনা করে থাকে।
A high angle view of a businesswoman talking to one of her colleagues while siting at her desk in the office. Credit: Willie B. Thomas/Getty Images
যদি সংস্থাটি আপনার কাজের মান এবং আপনার কর্মনিষ্ঠায় খুশি হয়, তখন হয়ত সেখানে আপনাকে বেতনসহ কোনো পদের প্রস্তাব দেওয়া হতে পারে।
মিজ কেমেনেস বলেন, সবারই অস্ট্রেলিয়ায় প্রচলিত বিভিন্ন বেতন-স্কেল নিয়ে খোঁজ খবর করে রাখা উচিত।