কোভিড-১৯: “সম্মুখ-সারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্য-কর্মীরা গণমাধ্যমে যথাযথ স্বীকৃতি পাচ্ছেন না”

A doctor fills an injection syringe with COVID-19 vaccine

A doctor fills an injection syringe with COVID-19 vaccine. Source: Getty

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর সময়টিতে সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী হিসেবে কাজ করছেন আবুল কালাম আজাদ। বাংলাভাষী কমিউনিটির জন্য নিউ সাউথ ওয়েলসের মানসিক স্বাস্থ্য বিভাগের নিবন্ধিত প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন তিনি।


হাইলাইটস

  • সম্মুখ-সারির স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্ক ও প্রতিবন্ধী সেবাকেন্দ্রগুলোর বাসিন্দা ও কর্মীরা ভ্যাকসিন বা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
  • বিদেশে প্রস্তুতকৃত তিনটি ভিন্ন ভিন্ন ভ্যাকসিন ব্যবহার করবে অস্ট্রেলিয়া। আর, সবাইকে দুটি করে ডোজ নিতে হবে।
  • ১৬ বছরের কম বয়সী শিশুদেরকে শুধুমাত্র তখনই ভ্যাকসিন দেওয়া হবে, যদি পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য সুপারিশ করা হয়।

অস্ট্রেলিয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্কট মরিসন-সহ প্রথম ধাপে টিকা-গ্রহণের জন্য অগ্রাধিকার-প্রাপ্ত ব্যক্তিরা ইতোমধ্যে এটি গ্রহণ করেছেন এবং করে চলেছেন।

সিডনির সেন্ট জর্জ পাবলিক হাসপাতালে স্বাস্থ্য-কর্মী হিসেবে কাজ করেন আবুল কালাম আজাদ। বাংলাভাষী কমিউনিটির জন্য নিউ সাউথ ওয়েলসের মানসিক স্বাস্থ্য বিভাগের নিবন্ধিত প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন তিনি।
Abul Kalam Azad Khokon
সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী আবুল কালাম আজাদ বলেন, টিকা-গ্রহণ যদিও বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক; কিন্তু, পরোক্ষভাবে এটাকে একরকম বাধ্যতামূলক বলা যেতে পারে। Source: SBS Bangla
সম্মুখ-সারির স্বাস্থ্য-কর্মী আবুল কালাম আজাদ এসবিএস বাংলাকে বলেন,

“আমরা যদি টিকা গ্রহণ না করি, তাহলে আমরা ভবিষ্যতে বিদেশ-ভ্রমণ করতে পারবো না। সুতরাং, টিকা-গ্রহণ যদিও বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক; কিন্তু, পরোক্ষভাবে এটাকে একরকম বাধ্যতামূলক বলা যেতে পারে।”

কোভিড-হিরো হিসেবে কারা স্বীকৃতি পাচ্ছেন, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,

“আসলে সবাই বলে, সংবাদ-মাধ্যম বলেন এবং জাতীয় পর্যায়ে এরা বলে যে, স্বাস্থ্য-কর্মীরা হলো সম্মুখ-সারির যোদ্ধা।... কিন্তু, এটা মুখে বলে। গণমাধ্যমে সেভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন,

“বিভিন্ন কমিউনিটিতে যখন অর্জনের স্বীকৃতি দেওয়া হয়, তখন এদেরকে কিন্তু কোভিড-হিরো হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না।”

করোনাভাইরাস বিষয়ক সরকারি তথ্য

  • ডিপার্টমেন্ট অফ হেলথ - COVID-19 Vaccine information .
  • ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স - COVID-19 information .  

  • অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
  • আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন। 
  •  Please check the relevant guidelines for your state or territory:  .
জনাব আবুল কালাম আজাদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share