“আমাদের এই উপমহাদেশে (বাইরের) কারও মাতব্বরী করা সমীচীন নয়”: বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

Hasan Mahmud

বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, “আমরা তো একসময়ে যুক্তরাজ্যের অধীনে ছিলাম। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৫ বছর হয়ে গেল। আমরাও স্বাধীনতা অর্জন করেছি ৫২ বছর হয়ে গেল।” Credit: Wikimedia Commons/Jubaer Ahsan Zaber CC BY-SA 4.0

বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।


সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের শাসক দল বিজেপি-র আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের নেতৃত্ব পর্যায়ের এক প্রতিনিধি দল, যেখানে থাকবেন বেশ কয়েকজন সংসদ সদস্য।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে দু’দেশের কূটনৈতিক মহলে বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে।

এই বিষয় নিয়ে বাংলাদেশের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লিগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

ইওরোপীয় ইউনিয়ন (ই-ইউ) কি কোনোভাবে এই উপমহাদেশে নাক গলানোর চেষ্টা করছে কিনা সে বিষয়ে তিনি বলেন,

“আমরা তো একসময়ে যুক্তরাজ্যের (ইউকে এর) অধীনে ছিলাম। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে ৭৫ বছর হয়ে গেল। আমরাও স্বাধীনতা অর্জন করেছি ৫২ বছর হয়ে গেল।”

“তো কেউ কেউ এখনও মনে করে যে, আমরা এখনও আগের জায়গায় আছি। সেটা মনে করার কোনো কারণ নেই। সেই মনে করা থেকে কেউ কেউ মাঝে-মধ্যে মাতব্বরী করার চেষ্টা করে।”

“এই মাতব্বরী আমাদের এই উপমহাদেশে করা কারও সমীচীন নয়। মাতব্বরী করার সময়ও নেই। সেই দিন কেটে গেছে। সেটি হয়তো অনেকে ভুল করে।”

ড. হাছান মাহমুদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Share