সিডনিতে হারমনি ডে উদযাপন করলো নবধারা ফাউন্ডেশন

হারমনি ডে অ্যাম্বাসাডর আবুল কালাম আজাদ খোকন বলেন, পরিবার থেকে শুরু হোক হারমনি।

হারমনি ডে অ্যাম্বাসাডর আবুল কালাম আজাদ খোকন বলেন, পরিবার থেকে শুরু হোক হারমনি। Source: Abul Kalam Azad

অভিবাসীদের সম্মানে সিডনির লাকেম্বায় নবধারা ফাউন্ডেশনের উদ্যোগে ‘হারমনি ডে’ পালিত হয় গত ২১ মার্চে।


সিডনির বাংলাভাষী অধ্যুষিত সাবার্ব লাকেম্বায় গত ২১ মার্চ অনুষ্ঠিত হলো হারমনি ডে। এর আয়োজনে ছিল নবধারা ফাউন্ডেশন।

হারমনি গ্রুপ অ্যাম্বাসাডর ও নবধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং এই অনুষ্ঠানটির অন্যতম আয়োজক আবুল কালাম আজাদ খোকন বলেন, অস্ট্রেলিয়া একটি বহু-সাংস্কৃতিক অভিবাসীদের দেশ। আর এই সকল অভিবাসীদের সংস্কৃতি, ঐতিহ্য, ধর্ম, খাবার ও পোশাককে সন্মান জানানোর জন্যই ‘হারমনি ডে’র সৃষ্টি।
Harmony Day 2021
Source: Abul Kalam Azad
আবুল কালাম আজাদের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share