গুরুত্বপূর্ণ দিকগুলো
- প্রাথমিকভাবে টিকা দেয়ার সংখ্যা থেকে দেখা যায় এখনো পর্যন্ত অগ্রগতি বেশ ধীর।
- টরেস স্ট্রেইট আইল্যান্ডে আরও বেশি লোককে টিকা দেওয়া হচ্ছে এবং সেটি অব্যাহত থাকবে।
- নিউ সাউথ ওয়েলস সরকার 'ডাইন অ্যান্ড ডিসকভার' নামে একটি প্রণোদনা প্যাকেজ চালু করেছে।
স্কট মরিসন মেলবোর্নে স্বাস্থ্যসেবা প্রতিনিধিদের সাথে সাক্ষাত করে তাদের ধন্যবাদ ও আশ্বাস প্রদান করেছেন।
তিনি বলেন, "আমরা একসাথে এটি সম্পন্ন করব। আমার কোনও সন্দেহ নেই, ভ্যাকসিন নিয়ে আমরা পরিকল্পনা মাফিক এগুচ্ছি। আমরা বেশ আত্মবিশ্বাসী অক্টোবরের মধ্যেই আমরা অন্তত প্রথম ডোজ দেওয়া সম্পন্ন করব।"
এখনও অবধি অস্ট্রেলিয়ায় প্রায় দুইশ পঞ্চাশ হাজারেরও বেশি লোক তাদের প্রথম ডোজ পেয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট স্কাই নিউজকে বলেছেন মেলবোর্নে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের ৫০ মিলিয়ন ডোজ উৎপাদন নিশ্চিত করবে যে টিকাকরণ কর্মসূচীর আওতায় এখন থেকে অক্টোবরের মধ্যে সকলের জন্য অন্তত একটি প্রথম ডোজ পাওয়া যাবে।
সংক্রমণ ছাড়াই আট দিন কাটাবার পরে কুইন্সল্যান্ড ব্রিজবেনের হাসপাতাল, এজড কেয়ার হোমস, কারাগার এবং প্রতিবন্ধী পরিষেবাগুলোতে বিধিনিষেধ শিথিল করেছে।
ব্রিসবেনে এর আগে একজন ডাক্তার কোভিড সংক্রমিত হলে বিধিনিষেধ আরোপ করে।
এদিকে কুইন্সল্যান্ডে হোটেল কোয়ারেন্টিনে নয়টি নতুন কেইস শনাক্ত করেছে যার মধ্যে ছয়জন পাপুয়া নিউ গিনি থেকে আগত। সেখানে সম্প্রতি বেশ কিছু সংক্রমণ রেকর্ড করা হয়েছে।
প্রিমিয়ার অ্যানাস্টাসিয়া প্যালুশেই বলেছেন যে টরেস স্ট্রেইট আইল্যান্ডে আরও বেশি লোককে টিকা দেওয়া হচ্ছে এবং সেটি অব্যাহত থাকবে।
তিনি বলেন, "টিকা দেওয়ার কর্মসূচিটি খুব ভাল চলছে, আমরা পরের সপ্তাহে আরও কয়েকটি আইল্যান্ডে যাব এবং টরেস স্ট্রেইট আইল্যান্ডের মধ্যে এখন আমরা ১৫৯ জনকে ভ্যাকসিন দিয়েছি। সুতরাং, সবাই চমত্কার আছে। প্রত্যেকে সহযোগিতা করে চলেছে এবং ড: ইয়ং আমাদের ফেডারেল সহযোগীদের সাথে অবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছেন যাতে আমরা টরেস স্ট্রেইট আইল্যান্ডের নিকটবর্তী এলাকাগুলোতে টিকা দেওয়ার জন্য একসাথে কাজ করতে যেতে পারি।"
এদিকে নিউ সাউথ ওয়েলস সরকার 'ডাইন অ্যান্ড ডিসকভার' নামে একটি প্রণোদনা প্যাকেজ চালু করেছে।
৫০০ মিলিয়ন ডলারের এই স্কিমটি মহামারীটির প্রভাব থেকে চারুকলা, ডাইনিং এবং পর্যটন ব্যবসায়গুলোকে সহায়তা করার জন্য কমিউনিটিকে উৎসাহিত করবে।
নিউ সাউথ ওয়েলসের ১৮ এবং তদুর্ধের যে কোনও বাসিন্দা চারটি ২৫ ডলারের 'ডাইন এন্ড ডিসকভার' ভাউচারের জন্য আবেদন করতে পারেন।
প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেছেন যে প্যাকেজটির লক্ষ্য কোভিড -১৯ সংকট ছাড়িয়ে কর্মসংস্থানগুলো রক্ষা করা।
তিনি বলেন, "এটি প্রত্যেকের জন্য উইন-উইন ব্যবস্থা। এটি অর্থনীতির একটি উৎসাহমূলক, কারণ যত বেশি ডলার অর্থনীতিতে ঢুকবে তত বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।"
আপনার ভাষায় COVID-19 মহামারীর স্বাস্থ্য তথ্য এবং সহায়তা ব্যবস্থার জন্য ভিজিট করুন: sbs.com.au/coronavirus
পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন
আরো দেখুনঃ