শুরু হয়েছে রমজান মাস। ইসলামী ঐতিহ্যের ধারায় এক মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার পর সন্ধ্যায় ইফতারের মাধ্যমে পানীয়-আহার গ্রহণ করেন ধর্মপ্রাণ মুসলিম রোজাদাররা। আর এই ইফতারের অন্যতম উপাদান হল, ফল।
কলকাতায় রোজা শুরু হতেই দাম বাড়ছে ফলের। চাঁদনী চৌক থেকে মৌলালি, পার্ক সার্কাসের মতো মুসলিম অধুষ্যিত এলাকায় ঘুরে আমাদের কলকাতার সংবাদদাতা পার্থ মুখোপাধ্যায় এর কারণ খোঁজার চেষ্টা করেছেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে ক্লিক করুন উপরের অডিও প্লেয়ার বাটনে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।