আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় ফিরে আসার অনুমোদন মিলছে

International students

Student Alessandro Di Francescantonio Source: SBS

ফেডারেল সরকার বলেছে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় ফিরে আসতে অনুমোদন দিচ্ছে। করনাভাইরাসের প্রভাবে ইউনিভার্সিটি শিক্ষা খাত ব্যাপক সংকটে পড়েছে।


আন্তর্জাতিক শিক্ষা খাত অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহতম রপ্তানি আয়ের উৎস। করোনা ভাইরাসের কারণে অন্তত দশ ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বাইরে আছে। 

ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশান অফ অস্ট্রেলিয়ার চিফ ফিল হানিউড বলেন, অস্ট্রেলিয়ার পাবলিক এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয়ের মূল উৎসই হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা। তাই অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য হলেও তাদের আসতে দেয়া উচিত। 

আন্তর্জাতিক শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বছরে ৪০ বিলিয়ন ডলার জগ করে, আর তাই ফেডারেল সরকার এই খাতটির গুরুত্ব অনুধাবন করে বাইরে আটকে পড়া শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় আসার ওপর নিষেধাজ্ঞা তুলে নেবার চিন্তা ভাবনা করছে। 

ন্যাশনাল কোভিড ১৯ কো- ওরডিনেশন কমিশন চিন্তা ভাবনা করছে শিক্ষার্থীদের চার্টার্ড ফ্লাইটে করে আনা যায় কিনা। 

কমিশনের চেয়ারম্যান নেভ পাওয়ার অস্ট্রেলিয়ান ফিনান্সিয়াল রিভিউকে বলেন, সরকারের সাথে ইউনিভার্সিটিগুলো শিক্ষার্থীদের নিরাপদে নিয়ে আসার ব্যাপারে কাজ করছে। 

তবে অনেকে আবার এক্ষেত্রে দ্বিমত পোষণ করছেন। ইতালিয়ান শিক্ষার্থী আলেসান্দ্র ফান্সচান্তনিও বলেন, এখনি বর্ডার খুলে দেয়া নিরাপদ হবে না।

অন্যদিকে স্থানীয় শিক্ষার্থী জ্যা লুক সিগাল বলেন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্যাম্পাসের সাহায্য পেতে অনেক বেগ পেতে হবে, তাই তাদের ফিরিয়ে আনা উচিত।

শুধুমাত্র ছিন থেকেই ৮০,০০০ শিক্ষার্থী আসার কথা, ভারত, নেপালসহ অন্যান্য দেশ মিলিয়ে এই সংখ্যাটি হবে ১০০,০০০ -এর মত। 

কোভিড ১৯-এর ফলে অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক শিক্ষা খাত ৮ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র ইউনিভার্সিটিগুলো থেকেই প্রায় ২১,০০০ চাকরি এবং ৪ বিলিয়ন ডলারের রাজস্ব হারিয়ে যাবে। 

পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে  উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।

আর পড়ুনঃ  
    


Share