ভাইরাস থেকে রক্ষার উদ্দেশ্যে হলেও, কোভিড ১৯- এর মাস্ক, গ্লাভস এবং অন্যান্য ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম বা পিপিই পরিবেশকে ক্ষতিগ্রস্থ করছে।
ক্যালিফোর্নিয়ায় প্যাসিফিক কোয়ালিশন, যাদের দক্ষিণ সান ফ্রান্সিসকোতে ২৫ বছরের সৈকত পরিষ্কারের অভিজ্ঞতা আছে, তারা এখন তাদের বর্জ্য ব্যবস্থাপনায় বিপুল পরিমাণে পি-পি-ই দেখতে পাচ্ছে।
এর প্রেসিডেন্ট লিন অ্যাডামস বলেছেন যে এই বর্জ্য হঠাৎ করেই বেড়ে যাওয়া নিয়ে তিনি উদ্বিগ্ন।
তিনি বলেন, "আমরা কী করছি? আমরা মুখোশ পেলাম, আমরা গ্লোভস পেলাম, হ্যান্ড ওয়াইপস, আর সেগুলো ছড়িয়ে আছে সর্বত্র। এগুলো আমার পাড়ায়, রাস্তায় ছড়িয়ে আছে, আমরা কী করতে করি?"
পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি জার্নালের এক গবেষণায় দেখা গেছে যে গত বছর বিশ্বব্যাপী প্রায় ১২৯ বিলিয়ন মুখোশ এবং ৬৫ বিলিয়ন গ্লাভস ব্যবহৃত হয়েছিল, যার বেশিরভাগের স্থান হয়েছে সমুদ্রের মধ্যে।
মিজ অ্যাডামস ব্যাখ্যা করেন।
"আমরা প্রতিমাসে গড়ে প্রায় ৩০০ মাস্ক এবং গ্লাভস পাচ্ছি এবং এই রেকর্ডটি ভয়াবহ। এগুলো সবই প্লাস্টিকের তৈরি।"
এই উপাত্ত সামুদ্রিক স্তন্যপায়ী কেন্দ্রের বিজ্ঞানীদের জন্য উদ্বেগ তৈরী করেছে যারা সামুদ্রিক প্রাণীদের বিষয়ে চিন্তিত।
কনজার্ভেশন এডুকেটর অ্যাডাম রেটনার বলেছেন যে সামুদ্রিক প্রাণীদের বিষয়ে মানুষদের আরও বেশি বিবেচ্য হওয়া দরকার।
সৈকতে গিয়ে দেখা যায়, মিঃ রেটনার এবং স্বেচ্ছাসেবীরা বালতি ভরে জঞ্জাল সংগ্রহ করছেন।
সোফিয়া ওহেলের মতো স্বেচ্ছাসেবীরা বলছেন যে ব্যবহৃত পি-পি-ই COVID-19 থেকে সুরক্ষা করে, এর মানে এই না যে বন্যপ্রাণীদেরও এজন্য ভুগতে হবে।
তিনি বলেন, "আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে চাই, তবে আমরা বাকী পরিবেশটিকেও নিরাপদ রাখতে চাই, এবং কেবল এগুলো মাটিতে ফেলে দিয়ে চলে গেলে হবে না।"
জনগণকে ব্যবহৃত পি-পি-ই সঠিক জায়গায় ফেলতে এবং সম্ভব হলে পুনরায় ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক ব্যবহার করতে উত্সাহিত করা হচ্ছে।
পুরো প্রতিবেদনটি বাংলায় শুনতে ওপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন
আরো দেখুন:
READ MORE
বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার খবর