মেলবোর্নের শহরতলী ডেনডিনঙের গ্লোরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এ বারের বৈশাখী মেলা।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ অ্যাসেসিয়েশন (এবিএ) ভিক্টোরিয়ার উদ্যোগে আয়োজিত এই মেলায় ছয় জন বিশিষ্ট ব্যক্তিকে তাদের কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
এই মেলার আয়োজকদের একজন জনাব শামসুল আরেফিন বিপুল এ বারের আয়োজন সম্পর্কে বলেন,
“জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা বিভিন্ন শিল্পীদের সাথে যোগাযোগ শুরু করি।”
মেলার আরেকজন আয়োজক জনাব জালাল আহমেদ কুমু বলেন,
“অবশ্যই আমরা চাই যে, আমাদের বাংলাদেশী সংস্কৃতিকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে।”
অস্ট্রেলিয়ার প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,
“অস্ট্রেলিয়ার সুন্দর একটা মাল্টি-কালচারাল সোসাইটি আছে। এখানে আমাদের কন্ট্রিবিউশনের কিছু আছে। আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। আমরা এ দেশে এত সুন্দর একটা পরিবেশ ‘এনজয়’ করছি।”
সম্মাননাপ্রাপ্তদের একজন ড. আজিজ রহমান বলেন,
“আসলে সম্মাননা পেতে কার না ভাল লাগে?”
তার মতে,
“এই সম্মাননার মাধ্যমে আমার রেসপন্সিবিলিটিটা আরও অনেক বেড়ে গেল। কমিউনিটিতে কাজ করার জন্য আমার যে কর্মস্পৃহা সে কর্মস্পৃহা অনেকগুণে বেড়ে গেল।”
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।