মেলবোর্নের ডেনডীনঙে বৈশাখী মেলা অনুষ্ঠিত

প্রতিবারের মত এবারেও মেলবোর্নের শহরতলী ডেনডীনঙের গ্লরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হল। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশান ভিক্টোরিয়ার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালী অংশগ্রহণ করে।

Melbourne Boishakhi Mela

Melbourne Boishakhi Mela Source: Shahan Alam

প্রতিবারের মত এবারেও মেলবোর্নের শহরতলী ডেনডীনঙের গ্লরিয়া পাইক নেটবল কমপ্লেক্সে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত হল। অস্ট্রেলিয়া বাংলাদেশ অ্যাসোসিয়েশান (এবিএ) ভিক্টোরিয়ার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাঙ্গালী অংশগ্রহণ করে। মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যান্ড সঙ্গীত এবং ফ্যাশন শোসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশিত হয়।
মেলায় আগত শিশু
মেলায় আগত শিশু Source: শাহান আলম
শিশুরা মুখমণ্ডলে ট্যাটু এঁকে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে মেলার স্থানটি মাতিয়ে রাখে।
মেলায় আগত শিশুরা
মেলায় আগত শিশুরা Source: শাহান আলম
এর পাশাপাশি অনেকেই খাবার, পোশাকসহ নানাবিধ পণ্যের স্টল নিয়ে উপস্থিত ছিলেন।
মেলায় খাবারের স্টল
মেলায় খাবারের স্টল Source: শাহান আলম
মেলায় ভিক্টোরিয়া রাজ্যের নারী ও যুব বিষয়ক মন্ত্রী গ্যাব্রিয়েল উইলিয়ামস এবং সংসদ সদস্য ও লেবার পার্টির নেতা জুলিয়ান হিল এমপিসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। তারা প্রবাসী বাঙ্গালীদের নববর্ষের শুভেচ্ছা জানান এবং কমিউনিটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন।
মেলায় আগত অতিথিদের একাংশ
মেলায় আগত দর্শনার্থীদের একাংশ Source: শাহান আলম
মেলার আয়োজক প্রতিষ্ঠান অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে ফাইজুল ইসলাম এবং তৌহিদ পাটোয়ারি এসবিএস বাংলাকে জানান, প্রবাসী বাঙ্গালী এবং নতুন প্রজন্মকে নিজ ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতিবার এ মেলার আয়োজন করা হয়। প্রতিবছর অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশন কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করে থাকে। এবার তারা প্রবাসীদের মধ্যে অত্যন্ত সুপরিচিত নিজ নিজ কর্মক্ষেত্রে সফল ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছেন। শিক্ষায় ডঃ শরিফ আস-সাবের, সমাজসেবায় ইউসুফ মুরাদ, চিকিৎসাসেবায় ডঃ আজিজ রহমান, সংস্কৃতিতে কামরুজজামান বালার্ক, সাহিত্যে আহমেদ শরিফ শুভ এবং তরুণ উদ্যোক্তা হিসেবে হাবিবুর রহমানকে সম্মাননা দেয়া হয়।
মেলার আয়োজক
তৌহিদ পাটোয়ারি এবং ফাইজুল ইসলাম Source: শাহান আলম
সম্মাননাপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ইউসুফ মুরাদ এবং তরুণ ব্যবসায়ী হাবিবুর রহমান প্রবাসীদের নববর্ষের  শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশাখী অনুষ্ঠানে তারা সম্মাননা পেয়ে উৎসাহিত ও আনন্দিত এবং কমিউনিটির নানা প্রয়োজনে তারা সবসময় পাশে থাকবেন।
মেলায় সম্মননা প্রাপ্ত
হাবিবুর রহমান এবং ইউসুফ মুরাদ Source: শাহান আলম
মেলায় বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানও অংশ নেয়। বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অফ ভিক্টোরিয়ার প্রতিনিধি ডঃ আইনুল হাসান জানান, যেহেতু বৈশাখী মেলা একটি বড় আয়োজন তাই তারা কমিউনিটির একটি বড় অংশকে একসাথে পেয়েছেন এবং তাদের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সেবা এবং চাহিদাকে আরো গভীরভাবে বোঝার লক্ষে একটি জরিপ করছেন।
বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি
বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি ভিক্টোরিয়া Source: শাহান আলম
মেলায় ফ্যাশনশোতে অংশগ্রহণের জন্য উপস্থিত ছিলেন ঊর্মি ভট্টাচার্য। তিনি বলেন, তিনি প্রতি বছর এই মেলায় আসেন সপরিবারে, এখানে এসে তার খুব ভালো লাগে, এরকম একটি বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান তিনি কখনোই মিস করতে চান না।
ফ্যাশান শো তে অংশগ্রহণকারীগণ
ঊর্মি ভট্টাচার্য Source: শাহান আলম
মেলায় বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি বিক্রি করছিলেন কয়েকজন উচ্ছ্বসিত তরুণ। তারা জানান, আগামী বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলকে উৎসাহ দিতে তারা বাংলাদেশ দলের জার্সি বিক্রির বড় লক্ষ্যমাত্রা হাতে নিয়েছেন।
ক্রিকেট প্রেমী তরুণ
ক্রিকেটপ্রেমী কয়েকজন বাংলাদেশী তরুণ Source: শাহান আলম
মেলায় এসেছিলেন লিবলু চৌধুরী। তিনি বলেন, এখানে এসে অনেক চেনা পরিচিতদের একসাথে পেয়ে তার খুব ভালো লাগছে।
লিবলু চৌধুরী
লিবলু চৌধুরী Source: শাহান আলম

Share
Published 28 April 2019 11:28pm
Updated 29 April 2019 3:35pm
By Shahan Alam
Presented by Shahan Alam

Share this with family and friends