বিগত ১৫ বছর ধরে ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন সিডনির বাংলাভাষী অধ্যুষিত এলাকা লাকেম্বার ডায়মন্ড ড্রাইভিং স্কুলের মোহাম্মদ মাহবুবুর রহমান।
লার্নার বা শিক্ষার্থী হিসেবে মূলত বাংলাদেশী, পাকিস্তানী এবং ভারতীয় বংশোদ্ভূতরাই বেশি আসেন, বলেন তিনি।
বাংলাদেশী লার্নারদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মাহবুবব বলেন, শেখানোর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না; বরং আরও ভাল হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসার পর অনেকেরই ভাষাগত সমস্যা হয়। আর, ড্রাইভিং লেসন নেওয়ার সময়েও এর প্রভাব দেখা যায়।
READ MORE
নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
মাহবুব বলেন, ড্রাইভিং ইনস্ট্রাকশনগুলো তারা ইংরেজিতেই দিয়ে থাকেন। কারণ, টেস্টের সময়ে এ রকমই হবে। তবে, লার্নারকে কোনো কিছু বোঝানোর সময়ে তারা বাংলায় বোঝান, যেন তিনি তা সহজেই অনুধাবন করতে পারেন।
নিউ সাউথ ওয়েলসে ড্রাইভার্স নলেজ টেস্ট বা কম্পিউটারের মাধ্যমে গ্রহণ করা হয়। এর জন্য নির্ধারিত বই পড়তে হয় এবং RMS এর ওয়েবসাইটে প্রাকটিস টেস্টেরও সুযোগ রাখা হয়েছে। DKT পাশ করার পর ড্রাইভিং লেসন নেওয়ার সময়ে তার কতোটুকু প্রতিফলন দেখা যায়? এ সম্পর্কে মাহবুব বলেন, তত্ত্ব ও ব্যবহারিকের মাঝে ব্যবধান চোখে পড়ে।
তত্ত্বীয় শিক্ষা ও ব্যবহারিক প্রয়োগের মাঝে ব্যবধান কমিয়ে আনার জন্য মাহবুব রোড ইউজার্স হ্যান্ডবুকটি ভালভাবে পড়ার প্রতি জোর দেন।
বিগত ১৫ বছর ধরে ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছেন সিডনির বাংলাভাষী অধ্যুষিত এলাকা লাকেম্বার ডায়মন্ড ড্রাইভিং স্কুলের মোহাম্মদ মাহবুবুর রহমান। বাংলাদেশী পটভূমির লার্নার এবং বাংলাদেশী গাড়ির চালকদের সম্পর্কে মাহবুব বলেন, তাদের মন-মানসিকতা ভিন্ন রকম হয়ে থাকে। Credit: Mohammad Mahbubur Rahman
বাংলাদেশী পটভূমির লার্নার এবং বাংলাদেশী গাড়ির চালকদের সম্পর্কে মাহবুব বলেন, তাদের মন-মানসিকতা ভিন্ন রকম হয়ে থাকে।
মাহবুব বলেন, এমনকি বাংলাদেশে যারা নিয়মিত গাড়ি চালান, তাদের মধ্যে অনেকে অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডে গাড়ি চালাতে পারেন না।
বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ড্রাইভিং কন্ডিশন, ট্রাফিক জ্যাম ইত্যাদির তুলনা করে তিনি বলেন, এখানেও ট্রাফিক জ্যাম হয়।
মাহবুব মনে করেন, যারা বাংলাদেশে গাড়ি চালানোর অভিজ্ঞতা নিয়ে এখানে আসেন, তাদেরও কিছু ড্রাইভিং লেসন নেওয়া উচিত।
পেশা হিসেবে ড্রাইভিং ইনস্ট্রাক্টর কতোটা চ্যালেঞ্জিং জানতে চাইলে তিনি বলেন, এটা অনেক চ্যালেঞ্জিং।
মোহাম্মদ মাহবুবুর রহমানের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: