মোবাইল ফোনে কীভাবে বাংলা রেডিও অনুষ্ঠান শুনবেন?

বিশ্ব জুড়ে শত শত বাংলা রেডিও অনুষ্ঠান এবং পডকাস্ট রয়েছে। এগুলোর বেশিরভাগই আপনার স্মার্টফোনে শোনা যাবে।

Podcasts

Source: Pixabay

পডকাস্ট শোনা খুবই সহজ। সেজন্য আপনার লাগবে ফোনসেটে ইন্টারনেট সংযোগ এবং পডকাস্ট লিসেনিং অ্যাপ। এরপর আপনি পৃথিবীর নানা প্রান্তের, বিভিন্ন ভাষার এবং বিভিন্ন বিষয়ে পডকাস্ট শুনতে পারবেন।

আপনি যদি আই-ফোন কিংবা আই-প্যাড ব্যবহারকারী হন, সেক্ষেত্রে পডকাস্ট শোনার জন্য আপনাকে অ্যাপল পডকাস্টস অ্যাপ ব্যবহার করতে হবে।
Apple podcast
Apple podcast application. Source: apple
১. অ্যাপল পডকাস্টস অ্যাপটি খুলুন (পার্পল রংয়ের আইকন)এবং স্ক্রিনের নিচে ম্যাগনিফায়িং গ্লাস বাটন চেপে সার্চ পেজে যান।

২. স্ক্রিনের উপরে, ম্যাগনিফায়িং গ্লাস আইকনের পাশে একটি সার্চ বক্স আসবে। সেখানে ক্লিক করুন এবং আপনি যে পডকাস্ট খুঁজছেন তার নাম টাইপ করুন। যেমন, .

৩. কি-বোর্ডে “এন্টার” চাপুন।

৪. সার্চ রেজাল্ট থেকে আপনি যে পডকাস্টটি শুনতে চান সেটি বাছাই করুন এবং তার উপর ক্লিক করুন। এভাবে আপনি পছন্দকৃত পডকাস্টটির হোম পেজে যেতে পারবেন।

৫. পডকাস্টটির হোম পেজে যাওয়ার পর আপনি শেষ এপিসোডগুলোর একটি তালিকা দেখতে পাবেন। প্লে করার জন্য সেগুলোর একটিতে ক্লিক করুন।

৬. শোনার পর যদি ভাল লাগে তাহলে আপনি পেজের একেবারে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। এটি ফ্রি। এর মানে হলো সাম্প্রতিক পর্বগুলো স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাপ ডাউনলোড করতে থাকবে।

৭. আরও তথ্যের জন্য আপনি অ্যাপল ওয়েবসাইট দেখতে পারেন।
Google podcast
Google podcast app. Source: Google

আপনি যদি অ্যান্ড্রোয়েড ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে গুগল পডকাস্ট অ্যাপ ব্যবহার করতে পারেন।

আপনার অ্যান্ড্রোয়েড ফোনের প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।

১. অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্স (ম্যাগনিফায়িং গ্লাস আইকন) ব্যবহার করুন এবং আপনি যে পডকাস্ট খুঁজছেন তার নাম টাইপ করুন। যেমন, SBS Bangla.

২. সার্চ রেজাল্ট থেকে আপনি যে পডকাস্টটি শুনতে চান সেটি বাছাই করুন এবং তার উপর ক্লিক করুন। এভাবে আপনি পছন্দকৃত পডকাস্টটির হোম পেজে যেতে পারবেন।

৩. পডকাস্টটির হোম পেজে যাওয়ার পর আপনি শেষ এপিসোডগুলোর একটি তালিকা দেখতে পাবেন। প্লে করার জন্য সেগুলোর একটিতে ক্লিক করুন।

৪. শোনার পর যদি ভাল লাগে তাহলে আপনি পেজের একেবারে উপরে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। তখন এটি দেখা যাবে গুগল পডকাস্টস অ্যাপ পেজের একেবারে উপরে। আর অ্যাপ-স্ক্রিনের নতুন একটি অংশে আপনি দেখতে পাবেন আপনার সাবস্ক্রাইব করা পডকাস্টের নতুন নতুন পর্বগুলো।

৫. আরও তথ্যের জন্য আপনি গুগল পডকাস্টস ওয়েবসাইট দেখতে পারেন।
podcasting
Podcast from Ipad. Source: Pixabay
বাংলায় আরও এসবিএস পডকাস্টের জন্য ওয়েবপেজ দেখুন।

Follow SBS Bangla on .

Share
Published 11 February 2020 3:39pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends