প্রতিবছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যায়। প্রতিবেশী দেশ ভারত থেকে শুরু করে মালয়শিয়া, সিংগাপুর, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ছাড়াও এই তালিকায় রয়েছে ইওরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ-সুবিধা নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেন অস্ট্রেলিয়ার ম্যাকুয়েরি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট ডিরেক্টর বাংলাভাষী তানভির শাহেদ। তিনি বলেন, প্রায় ৬ হাজার বাংলাদেশী শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। এদের বেশিরভাগই সিডনিতে। প্রায় ২০ শতাংশ আছেন মেলবোর্নে।
Tanveer Shaheed, Associate Director, Global Engagement and Business Development, Macquarie University. Source: Supplied
অস্ট্রেলিয়ার শিক্ষা-ব্যবস্থার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান শিক্ষা-ব্যবস্থা সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশের শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি রয়েছে এদেশে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট ট্রান্সফার করা সম্ভব, বলেন তানভির শাহেদ।
তানভির শাহেদের সাক্ষাৎকারটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।