ডারউইনে প্রশংসিত বাংলাদেশিরা

Cyclone Marcus

Bangladeshi students of CDU cook for community after cyclone Source: SBS Bangla

ঘূর্ণিঝড় মারকাসের পর, ডারউইনের দুর্দশাগ্রস্ত কমিউনিটির সেবায় এগিয়ে আসে চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রদের সংগঠন। তারা সিদ্ধান্ত নেন, বিদ্যুৎবিহীন মানুষের কাছে পৌঁছে দিবেন এক বেলার খাবার। ১৯ মার্চ, কাসুয়ারিনা এবং নাইটক্লিফ এলাকায়, চিকেন বিরিয়ানির ৪০০ 'টেইক এওয়ে' বক্স বিতরণ করেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্ররা। এ নিয়ে এসবিএস বাংলা কথা বলেছে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সাথে। (অডিও)


তাদের মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়সহ ফেডারাল এবং লোকাল রাজনীতিবিদরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা করেছেন বাংলাদেশি ছাত্রদের।
Cyclone Marcus
Source: SBS Bangla
Cyclone Marcus
Source: SBS Bangla

Share