বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার

India: Fiberglass Idol Of West Bengal Chief Minister Mamata Banerejee At Durga Puja Pandal

KOLKATA, INDIA - SEPTEMEBR 3: Fibreglass idol of All India Trinamool Congress (TMC) chief and Chief Minister of West Bengal Mamata Banerejee made by famous clay modeller Mintu Pal at Kumartuli on September 3, 2021 in Kolkata, India. Bengali has been recognized as a classical language by the central government of India. Credit: Sipa USA

বাংলাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে বাংলা-সহ ৫টি ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে।


সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
এসবিএস বাংলার আরও শুনতে ভিজিট করুন আমাদের 

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে।

এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন 

আর, এসবিএস বাংলার এবং ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন চ্যানেল।

উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় 

Share