নারীর উন্নয়নে কাজ করছে সিডনির স্পিক আপ ইনক

স্পিক আপ ইনক-এর প্রেসিডেন্ট আসমা আলম কাশফি বলেন, “আমরা চাইলেই অনেক কাজ করতে পারি, আমাদের সংসার, বাচ্চার পাশাপাশি”।

স্পিক আপ ইনক-এর প্রেসিডেন্ট আসমা আলম কাশফি বলেন, “আমরা চাইলেই অনেক কাজ করতে পারি, আমাদের সংসার, বাচ্চার পাশাপাশি”। Source: Asma Alam Kashfi

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন স্পিক আপ ইনকর্পোরেটেড-এর প্রেসিডেন্ট আসমা আলম কাশফি।


সিডনিতে অলাভজনক প্রতিষ্ঠান স্পিক আপ ইনকর্পোরেটেড গঠিত হয় ২০১৯ সালে। ইংরেজি যেসব নারীর দ্বিতীয় ভাষা, তাদেরকে সহায়তা প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি।

স্পিক আপ ইনকর্পোরেটেড-এর প্রেসিডেন্ট আসমা আলম কাশফি বলেন, ডমেস্টিক ভায়োলেন্স নিয়েও তারা কাজ করে থাকেন। তিনি আরও বলেন,

“আমরা চাইলেই অনেক কাজ করতে পারি, আমাদের সংসার, বাচ্চার পাশাপাশি”।

আসমা আলম কাশফির সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on .

Share