‘কাঁথা কেবলই শুধু একটি শীত-নিবারক নয়, বরং এটি প্রজন্মান্তরের মানুষদের কাছে নিয়ে আসার মাধ্যম’

katha cover.jpg

শিল্পী মিতা চৌধুরীর আর্ট প্রকল্প: Weaving Our Stories Together. Source: Mita Chowdhury

মিজ মিতা চৌধুরী মেলবোর্নে বসবাসরত একজন ভিজ্যুয়াল আর্টিস্ট ও অ্যাকটিভিস্ট।


উইন্ডহ্যাম সিটি কাউন্সিলের সঙ্গে মিলে তিনি গত কয়েক বছরে বেশ কয়েকটি আর্ট প্রজেক্ট সম্পন্ন করেছেন।

সম্প্রতি RMIT ইউনিভার্সিটিতে নিজের মাস্টার্স কোর্স-এর পাশাপাশি শুরু করেছেন বাংলাদেশী কাঁথা সেলাইয়ের একটি আর্ট প্রজেক্ট, যেটির নাম Weaving Our Stories Together.
Mita Chowdhury.JPG
মিতা চৌধুরী। Credit: ASHISH NARWADE
প্রকল্প শেষে এই দুটো কাঁথা-ই যথাক্রমে উইন্ডহ্যাম সিটি কাউন্সিল ও RMIT ইউনিভার্সিটির আর্ট কালেকশানের অংশ হয়ে যাবে।

এই প্রকল্প ও অন্যান্য কিছু বিষয় নিয়ে শিল্পী মিতা চৌধুরী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।

সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share