ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলবোর্নের হপ্পার্স ক্রসিংয়ে এংকর ইভেন্ট সেন্টারে বেলা ১২:০০ টা থেকে উৎসবমুখর পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের আগমন শুরু হয়।
উদ্যোক্তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা হলরুম, সকলের মাঝেই লক্ষ্য করা যায় এক উৎসবের আমেজ। করোনার দীর্ঘ গৃহবন্দী জীবনের পর বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কাছে পেয়ে অনেকেই স্মৃতি রোমন্থনে আবেগী হয়ে পড়েন।
বেলা ১টায় ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক'র সভাপতি জনাব ব্যারিস্টার নুরুল ইসলাম খানের স্বাগতঃ ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জনাব নুরুল ইসলাম খান তার ভাষণে আয়োজনে উপস্থিত সকলকে বিশেষ ধন্যবাদ জানান তাদের স্বতঃস্ফূর্ত অন্যগ্রহনের জন্য।
মিঃ খান তার বক্তব্যে বলেন, করোনা উত্তর সময়ে আমাদের অনেক সীমাদ্ধতা ছিল, তাই নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের প্রাণের প্রাঙ্গনের জন্মশত বর্ষ উৎযাপনের।
তিনি তার স্বাগতঃ বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন তুলে ধরেন।অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বা প্রতক্ষ্য করেছিলেন তাদের নিয়ে "ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধ" শীর্ষক একটি স্মৃতিচারণের আয়োজন করা হয়।
ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক গত ১২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে, 'গৌরব ও ঐতিহ্যের শতবর্ষ" শীর্ষক এক পুনর্মিলনীর আয়োজন করে। Source: ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক
স্মৃতিচারণে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রফেসর কামরুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা জনাব ড. শাহাদাৎ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা জনাব কাজী সেলিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বীর মুক্তিযোদ্ধা জনাব আনিসুর রহমান।
এছাড়াও আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও অস্ট্রেলিয়ান ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া মেডেল’ ভূষিত জনাব কামরুল ইসলাম চৌধুরী যিনি এই সংগঠনটির একজন পৃষ্ঠপোষকঃ ও শুভাকাঙ্খী।
মধ্যাহ্নের পর মূল সাংস্কৃতিক পর্ব শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্রী রওনাক জাহান সুবর্ণা, অর্থনীতির ছাত্রী জীনাতুর রেজা খান শাওন ও চারুকলার ছাত্রী হাসিনা চৌধুরী মিতা'র সঞ্চালনায় পরিচালিত হয় এই আয়োজন।
সাংস্কৃতিক পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন সেই সঙ্গে মেলবোর্নে বসবাসকারী গুণী শিল্পীরাও আমন্ত্রিত হয়ে এসেছিলেন এই আয়োজনে।সাংস্কৃতিক পর্বের পর আয়োজনের পৃষ্ঠপোষকদের হাতে সম্মাননা তুলে দেয় ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক'র ওয়ার্কিং কমিটির সদস্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মশত বার্ষিকী উপলক্ষে এক পুনর্মিলনীর আয়োজন করে। Source: ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক
সন্ধ্যায় ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া ইনক'-এর সাধারণ সম্পাদক ড. ইয়াসমিন খন্দকার তার সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে এবং আয়োজনে সংশ্লিষ্ট সকল সদস্য, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
সবশেষে মঞ্চে সংগীত পরিবেশন করে মেলবোর্নের বাংলা ব্যান্ড লিংক-ট (LinkT)।
বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসবিএস বাংলার ঢাকা ও কলকাতা প্রতিনিধিদের পাঠানো বিশেষ প্রতিবেদন শুনতে পাবেন আমাদের নিয়মিত রেডিও অনুষ্ঠানে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:
আরও দেখুন: