বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ-এ গত শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধি ও আর্থিক খাতে চাঙা ভাব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। আরও বলা হয়েছে, এর ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসা বেগবান হতে পারে।
ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান-এ গত বৃহস্পতিবার বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল দেশ হিসেবে তুলে এনেছে শেখ হাসিনার সরকার।
ভারতের ইংরেজি দৈনিক দ্য ইনডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচনী প্রচারে এবার ভারত ইস্যুতে প্রধান দুটি দলকে উত্তাপ ছড়াতে দেখা যায় নি। অতীতের মতো ভারতবিরোধী অনুভূতি ছড়ানোর কোনো চেষ্টা করতে দেখা যায় নি বিএনপি-কে।
প্রতিবেদনটি বাংলায় শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।