এজেড কেয়ার মিনিস্টার কোভিড -১৯ এ কত জন বয়স্ক অস্ট্রেলিয়ান মারা গেছেন তা বলতে পারলেন না

Australian Aged Care Minister Richard Colbeck speaks to the media during a press conference at Parliament House in Canberra, Friday, May 1, 2020. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

Australian Aged Care Minister Richard Colbeck speaks to the media during a press conference at Parliament House in Canberra, Source: AAP

এজেড কেয়ার মিনিস্টার মিস্টার রিচার্ড কোলবেক কোভিড -১৯ এ কত জন বয়স্ক অস্ট্রেলিয়ান মারা গেছেন তা বলতে না পারলেও , প্রধানমন্ত্রী স্কট মরিসন মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে ফেডারাল সরকার বয়স্ক সেবা খাতটি রক্ষায় আরও ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন। উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


এজেড কেয়ার মিনিস্টার মিস্টার রিচার্ড কোলবেক কোভিড -১৯ এ কত জন বয়স্ক অস্ট্রেলিয়ান মারা গেছেন তা বলতে না পারলেও , প্রধানমন্ত্রী স্কট মরিসন মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। অন্যদিকে ফেডারাল সরকার বয়স্ক সেবা খাতটি রক্ষায় আরও ১০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেন। উপরের প্রতিবেদনটি শুনতে অডিও প্লেয়ারের লিংকটিতে ক্লিক করুন।


প্রধানমন্ত্রী স্কট মরিসন জাতীয় মন্ত্রিসভার বৈঠকে বলেন আমি আশাবাদী যে আমরা ভ্যাকসিনগুলির বিষয়ে অগ্রগতি সম্পর্কে কথা বলতে সক্ষম হয়েছি। এক সপ্তাহে ভিক্টোরিয়ার সংক্রমণের সংখ্যা কমতে থাকায় তিনি আশা করেন তারা ঘুরে দাঁড়াতে পারবেন।এবং অব কিছু টিক পথেই চলছে।

তবে তার এই আশাবাদটি বিশ্বাস করতে পারছেন না যারা বয়স্ক পরিচর্যায় প্রিয়জন হারিয়েছেন।

লেবার ফ্রন্টবেঞ্চার ক্যাটি গ্যালাগার যখন এজেড কেয়ার মিনিস্টার মিস্টার রিচার্ড কোলবেক কে জিজ্ঞাসা করেছিলেন কোভিড -১৯-এর কারণে কত বয়স্ক অস্ট্রেলিয়ান মারা গেছেন তা তিনি বলতে পারেন নাই ।

কোভিড -১৯ এর কারণে ২৫৮ অস্ট্রেলিয়ান এজেড কেয়ারে মারা গেছে।

সিনেটর গালাগার আরও জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কি জানেন কতজন বয়স্ক কেয়ার বাসিন্দা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
মন্ত্রী কলবেক এর ও উত্তর দিতে পারেননি।

মেলবোর্নের বয়স্ক সেবা কেন্দ্র সেন্ট বাসিল হোমসে অস্ট্রেলিয়ায় সবচেয়ে কোভিড -১৯-এর বড় ধরণের প্রাদুর্ভাব ছিল। ওই কেন্দ্রে করোনভাইরাস এর ১৯৩ টি সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় এবং ৩১ জনের মৃত্যু হয় ।

জন আটজারাকিসের মা গত মাসে মারা গেছেন। তিনি হতাশ হন যখন মন্ত্রী প্রশ্নের উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। তিনি বলেন এটাই তাঁর আসন, এটাই তাঁর অবস্থান, এটাই তাঁর কাজ।

মিঃমরিসন বলেছেন তিনি তাঁর সহকর্মীর পাশে রয়েছেন । তিনি বলেন আমার আত্মবিশ্বাস আছে যখন যেটা প্রয়োজন তখন তিনি সেটাই করছেন।

ফেডারাল ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার, প্রফেসর পল কেলি, এজড কেয়ারে করোনাভাইরাস প্রাদুর্ভাব সম্পর্কে সরকারের প্রতিক্রিয়া সমর্থন করেছেন ।

আপনার ভাষায় করোনা ভাইরাস আপডেট জানতে ক্লিক করুন sbs.com.au/coronavirus


Share