ভারতের পশ্চিমবঙ্গের এবারের হাড্ডাহাড্ডির বিধানসভা নির্বাচনে বিজেপি’র তৃতীয় এবং চতুর্থ দফার সব আসনে প্রার্থী তালিকা ছোট হলেও তাতে চমকের কোনও অভাব নেই। সদ্য বিজেপিতে যোগ দেওয়া টলিউড অভিনেতা যশ দাশগুপ্তকে প্রার্থী করা হয়েছে চণ্ডীতলায়। আরেক জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার ভোটে দাঁড়াচ্ছেন বেহালা পূর্ব থেকে। যে আসন থেকে ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয় পেয়েছিলেন বর্তমানে বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই আসনে এবার তৃণমূলের প্রার্থী আবার শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। এর পাশাপাশি তনুশ্রী চক্রবর্তী প্রার্থী হচ্ছেন হাওড়ার শ্যামপুর থেকে। অভিনেত্রী অঞ্জনা বসুকে প্রার্থী করা হয়েছে সোনারপুর দক্ষিণ থেকে। এই আসনে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী লাভলি মৈত্র।লক্ষণীয়ভাবে বিজেপি এবার বিধানসভার লড়াইয়ে বেশ কয়েকজন বর্তমান সাংসদকে আসরে নামাচ্ছে। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। প্রার্থী হচ্ছেন হুগলির সাংসদ তথা রাজ্য বিজেপির অন্যতম বড় নাম লকেট চট্টোপাধ্যায়। তিনি ভোটে দাঁড়াচ্ছেন নিজেরই লোকসভা কেন্দ্রের অন্তর্গত চুঁচুড়া কেন্দ্রে। প্রার্থী হচ্ছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকও। তিনি দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর বিরুদ্ধে লড়বেন। প্রার্থী হচ্ছেন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও। তিনি লড়বেন তারকেশ্বর থেকে। একই সঙ্গে তৃণমূল-ত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং প্রবীর ঘোষালও বিজেপি-র প্রার্থিতালিকায় জায়গা পেয়েছেন। এতদিনের ডোমজুড় কেন্দ্র থেকেই লড়েছেন রাজীব। তাঁকে ওই কেন্দ্রেই দাঁড় করিয়েছে বিজেপি। রবীন্দ্রনাথকেও সিঙ্গুর থেকেই দাঁড় কারনো হয়েছে। প্রবীর উত্তরপাড়া থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি-র হয়ে। তৃণমূল-ত্যাগী দীপক হালদারকেও ডায়মন্ড হারবারে প্রার্থী করা হয়েছে।
Supporters of Trinamool Congress party paint the party symbol on a wall ahead of the upcoming elections in West Bengal state in Kolkata, India, March 6, 2021. Source: AAP Image/AP Photo/Bikas Das
শুধু হেভিওয়েটরা নন, বিজেপির প্রার্থী তালিকায় একাধিক প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেতাও জায়গা পেয়েছেন। যাদের মধ্যে সবচেয়ে বড় নাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের। হাওড়ার ডোমজুড় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। আরেক তৃণমূল ত্যাগী তথা প্রবীণ নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সিঙ্গুর থেকেই প্রার্থী করেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে টিকিট না পেয়েই তৃণমূল থেকে বিজেপিতে যান সিঙ্গুরের মাস্টারমশাই। একইভাবে নিজেদের কেন্দ্রে টিকিট পেয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার এবং হুগলির উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল।
গত লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়া রন্তিদেব সেনগুপ্ত, দেবজিত সরকাররাও টিকিট পেয়েছেন। কিন্তু রন্তিদেব প্রার্থী হতে নারাজ।এঁরা ছাড়াও একাধিক সিনেতারকাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। বেহালা পূর্ব থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পায়েল সরকার, যশ দাশগুপ্ত প্রার্থী হচ্ছেন চণ্ডীতলা থেকে। তনুশ্রী চক্রবর্তী টিকিট পেয়েছেন হাওড়ার শ্যামপুর থেকে।