ভিক্টোরিয়ায় এক ব্যক্তির কোভিড-১৯ টেস্টের ফল পজেটিভ আসার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য কর্তৃপক্ষ পূর্ণ তদন্ত এবং সম্ভাব্য ব্যবস্থা নেয়া শুরু করেছে।
ত্রিশোর্ধ্ব ওই ব্যক্তি সম্প্রতি বিদেশ থেকে অস্ট্রেলিয়ায় ফিরেছেন এবং সাউথ অস্ট্রেলিয়ায় হোটেল কোয়ারেন্টিনে ছিলেন।
কোয়ারেন্টিন শেষে তিনি গত ৪ মে ভিক্টোরিয়ার উলার্টে তার নিজ গৃহে ফেরেন এবং ৮ মে থেকে করোনাভাইরাস উপসর্গ শুরু হয়।
গতকাল ১০ মে তিনি পরীক্ষা করাতে যান, আর আজ ১১ মে সকালে জানতে পারেন যে, টেস্টে তার ফল কোভিড ১৯ পজেটিভ।
তার অবস্থা নিশ্চিত হতে আবারো জরুরি টেস্টের ব্যবস্থা করা হয়েছে। তবে সেই ধাপে যাবার আগে পর্যন্ত স্বাস্থ্য বিভাগ তার কেইসটিকে পজেটিভ ধরে নিচ্ছে এবং সেভাবেই ব্যবস্থা গ্রহণ করছে।
ওই ব্যক্তির কাছ থেকে আরো তথ্য নেয়া হচ্ছে এবং তার সংস্পর্শে আসা সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আরো নিশ্চিত হলেই তা প্রকাশ করা হবে বলে জানানো হয়।
ভাইরাসে পজেটিভ হওয়া ওই ব্যক্তি বর্তমানে নিজ গৃহে বিচ্ছিন্ন আছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা যারা কাছাকাছি আছে তারাও বিচ্ছিন্ন আছে, তাদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে এবং তাদের জরুরি টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ অন্যান্য স্টেটের বিভাগেও খোঁজ নিচ্ছে যাতে সংক্রমণের সম্ভাব্য উৎস খুঁজে পাওয়া যায়।
এদিকে সাউথ অস্ট্রেলিয়া স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে ভিক্টোরিয়ার ওই ব্যক্তি সম্ভবত তার পাশে থাকা মেডি-হোটেল রুম থেকে কোন ভাইরাস পজেটিভ রোগী দ্বারা সংক্রমিত হয়েছেন।
কোয়ারেন্টিনে থাকাকালীন সময়ে তাকে তিনবার টেস্ট করানো হয় এবং প্রতিবারই তা নেগেটিভ আসে।
সাউথ অস্ট্রেলিয়ার চীফ মেডিকেল অফিসার নিকোলা স্পারিয়ার বলেন, সাউথ অস্ট্রেলিয়ায় থাকাকালে ওই ব্যক্তিকে 'দেখে মনে হয়নি' যে তিনি ভাইরাসে সংক্রমিত।
তিনি এডিলেইডে সাংবাদিকদের বলেন, "সাউথ অস্ট্রেলিয়ার কেউ হয়তো মনে করতে পারেন 'তিনি সাউথ অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়িয়েছেন কিনা', তবে আমাদের মনে হয় না তেমনটা ঘটেছে।"
রাজ্যের স্বাস্থ্যকর্মীরা এখন এডিলেইড সিবিডির দা প্লেফোর্ড হোটেলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখবে কোন বিধি লঙ্ঘন হয়েছে কিনা।
অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন।
আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে sbs.com.au/coronavirus ভিজিট করুন।
আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania
আরও দেখুন: