যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। মিঃ ট্রাম্প টুইটারে বৃহস্পতিবার নিশ্চিত করেছেন তার শীর্ষ সহকারী হোপ হিকস করোনা শনাক্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই এটি জানা গেছে।
প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মিজ হিকসের ভাইরাস শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউজে কোয়ারেন্টিনে ছিলেন, তার আগে তারা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন।
মিঃ ট্রাম্প টুইটারে বলেন, "আমরা কোয়ারেন্টিন শুরু করবো এবং রোগ নিরাময় প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে।"
"আমরা একসাথেই সেরে উঠব।"
মিজ হিকস মঙ্গলবার মিঃ ট্রাম্পের সাথে এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করছিলেন। তখন ট্রাম্প ক্লেভল্যান্ডে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্কে তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সাথে বিতর্কে অংশ নিতে যান।
হিকস প্রেসিডেন্টের সাথে বুধবার মেরিন ওয়ান হেলিকপ্টারেও ছিলেন, সেসময় তিনি মিনেসোটায় একটি ৱ্যালি শেষে হোয়াইট হাউজে ফিরছিলেন।
মিঃ ট্রাম্পের বয়স এখন ৭৪, বয়সের কারণে তিনি এখন COVID 19 ঝুঁকিপূর্ণ ক্যাটেগরিতে।
এদিকে ইউএস প্রেসিডেনশিয়াল নির্বাচনের আর এক মাস বাকি রয়েছে।
আরও দেখুনঃ