সিডনির ৩ টি সমুদ্রসৈকত সীমিতভাবে খুলে দিল স্থানীয় কাউন্সিল

করোনাভাইরাসের কারণে গত মাসে বন্ধ হওয়া তিনটি সমুদ্রসৈকত সীমিতভাবে খুলে দিয়েছে সিডনির র‌্যান্ডউইক সিটি কাউন্সিল।

Beachgoers are seen at Coogee Beach during hot weather in Sydney, Saturday, 1 February, 2020.

Beachgoers are seen at Coogee Beach during hot weather in Sydney, Saturday, 1 February, 2020. Source: AAP

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্ব বিখ্যাত বন্ডাই বিচসহ সিডনির বেশিরভাগ সমুদ্রসৈকতই বন্ধ করা হয়েছে গত মার্চ মাসে। সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি দৃশ্যমান হলে সিডনির র‌্যান্ডউইক সিটি কাউন্সিল তিনটি সমুদ্রসৈকত খুলে দিয়েছে শরীর চর্চা করার জন্য।

গত ২৮ মার্চ সিডনির পূর্বাঞ্চলে অবস্থিত র‌্যান্ডউইক সিটি কাউন্সিল বন্ধ করে দেয় কুজি, মারোব্রা এবং ক্লোভেলি সমুদ্রসৈকত। সোমবার, ২০ এপ্রিল থেকে তারা সীমিতভাবে এই সৈকতগুলো খুলে দেওয়ার ঘোষণা দেয়। একটি তারা বলেছে, শরীর চর্চার জন্য এই তিনটি সৈকতে যাওয়া যাবে। সৈকতে হাঁটা, দৌঁড়ানো এবং সাঁতার কাটা যাবে। তবে, সৈকতে বসে থাকা কিংবা রোদ পোহানো যাবে না এবং অবশ্যই সোশাল ডিস্টেন্সিং বা জন-দূরত্ব বজায় রাখতে হবে, দু’জনের বেশি একসাথে হওয়া যাবে না এবং পরস্পরের মাঝে অবশ্যই ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
বিবৃতিটিতে মেয়র ড্যানিকে উদ্ধৃত করে বলা হয়,

“উপকূলীয় অঞ্চলে বাস করার কারণে আমি জানি যে, কমিউনিটির সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য আমাদের সমুদ্রসৈকতগুলো কতোটা গুরুত্বপূর্ণ।”

শারীরিক অনুশীলনের জন্য সমুদ্রসৈকতগুলো যেন খোলা রাখা যায় সেজন্য তিনি বলেন,

“সকলের প্রতি আমি অনুরোধ করছি সঠিক কাজটি করার জন্য এবং ব্যায়াম করার সময়ে জন-দূরত্ব বজায় রাখার জন্য।”

বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং ১.৫ মিটার জন-দূরত্ব বজায় রাখার নির্দেশনা থাকা সত্ত্বেও গত মাসে । এ রকম পরিস্থিতি দেখে সচেতন ব্যক্তিরা উদ্বিগ্ন হন। স্বাস্থ্য মন্ত্রী গ্রেগ হান্ট তখন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেছিলেন, এই রকম আচরণ “গ্রহণযোগ্য  নয়”।
alc-covid-gatherings-bangla
Source: SBS
অস্ট্রেলিয়ানদেরকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিবারের সদস্য ছাড়া অন্যদের সঙ্গে হলে দু’জনের বেশি একত্রিত হওয়া যাবে না।

আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080

alc covid shopping bangla
Source: SBS


আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .

alc-covid-gatherings-bangla
Source: SBS


বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:

ALC Covid-19 social messaging bangla
Source: SBS
Follow SBS Bangla on .



Share
Published 21 April 2020 3:35pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends