করোনাভাইরাসের সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান

করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস সম্প্রতি সাবধান বাণী উচ্চারণ করলেন। তিনি বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি আসা এখনও বাকি। পরিস্থিতি আরও ভয়াবহ হবে।তিনি সাবধান করে বলেন, আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস।

Tedros Adhanom Ghebreyesus, Director-General of the World Health Organization

Tedros Adhanom Ghebreyesus, Director-General of the World Health Organization Source: AAP

 ইতিমধ্যেই  বেশ কিছু দেশে  লকডাউন ও বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করতে  শুরু করেছে। ঠিক তখনই সাবধান করলেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তার কোনো ব্যাখ্যা দেন নি । তিনি  ১৯১৮ এর স্প্যানিশ ফ্লু এর প্রসঙ্গ টেনে এনে বলেছেন করোনাভাইরাস এর চেয়েও সাংঘাতিক। তিনি সংবাদমাধ্যমকে বলেন, করোনাভাইরাস খুবই সাংঘাতিক। ১৯১৮-এর ফ্লুতে ১০০ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছিল।
করোনাভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ মিলিয়নের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১৬৬ হাজারের বেশি মানুষের। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এই তথ্য প্রকাশ। কিন্তু হু (WHO) প্রধান ঠিক কী কারণে মনে করছেন এই পরিস্থিতি আরও খারাপ হতে পারে তা স্পষ্ট করে বলেন নি।তিনি আরও বলেন, এখন আমাদের প্রযুক্তি উন্নত। আমরা এই বিপর্যয়কে নিয়ন্ত্রণে আনতে পারি। আমাদের সেই ক্ষমতা এখন আছে। বিশ্বাস করুন। কিন্তু তার পরও তিনি বলেন এখনও পরিস্থিতি আরও খারাপ হবে।
 
তিনি সাবধান করে বলছেন, আমাদের আরও ভয়াবহ পরিস্থিতি দেখা বাকি আছে। তাই এটা আমাদের আটকাতে হবে। এখনও অনেকে বুঝতে পারছেন না কতটা সাংঘাতিক এই ভাইরাস। উল্লেখ্য, বিশ্বে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। এই মুহূর্তে বিশ্বে ২ মিলিয়নের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং  মৃত্যু হয়েছে ১৬৬ হাজারের বেশি । অন্যদিকে সুস্থ হয়েছেন প্রায় ৬৪৬ হাজার ২৪৮ জন।


Share
Published 21 April 2020 2:53pm
By Abu Arefin
Presented by Abu Arefin

Share this with family and friends