Latest

ক্যানবেরায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশী নিহত

ক্যানবেরার পশ্চিমের হুইটলামের কপিনস ক্রসিং রোডে গত রবিবার দুপুরে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশী নিহত হয়েছেন।

crash

Three Bangladeshi nationals, who were in Australia on a tourist visa, were killed when the red car they were in collided with a white van. Credit: ABC News

ক্যানবেরায় সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া এই ব্যক্তিরা হলেন, বাংলাদেশের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের শহীদুল ইসলাম (৬১), তার স্ত্রী রাজিয়া সুলতানা (৫৪) এবং তাদের ছেলে রনি (২১)।

এতে শহীদুল ইসলামের আরেক ছেলে আনোয়ার জাহিদ গুরুতর আহত হন। তিনি এখন ক্যানবেরা হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

এসিটি পুলিসের একটি থেকে জানা যায়, একই পরিবারের নিহত এই তিন ব্যক্তি বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন।
আর, এতে আহত হওয়া দু’ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিডিয়া রিলিজটিতে আরও বলা হয়েছে, এ নিয়ে তদন্ত চলছে এবং করোনারের জন্য রিপোর্ট তৈরি করা হচ্ছে।

২০২২ সালে এসিটিতে সড়ক দুর্ঘটনায় এ নিয়ে মোট ১৭ জনের প্রাণহানী ঘটলো বলে জানিয়েছে পুলিস।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 19 October 2022 11:46am
By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends