ওয়েস্টার্ন সিডনির একটি মুসলিম ফ্যাশন শপের সামনে গাড়ি দুর্ঘটনার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে দোকান-কর্মচারী ও খদ্দেররা আহত হন এবং তাদের মধ্য থেকে ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সামাজিক-যোগাযোগ-মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি SUV (Sport Utility Vehicle) স্টেশন ওয়াগন গাড়ি দ্রুত গতিতে ইন্টার-সেকশন দিয়ে যাচ্ছিল। গ্রিনএকরের ওয়াটারলু রোড এবং বরোনিয়া রোডের সংযোগ-স্থলে হিজাব হাউজ নামের একটি ফ্যাশন শপের সামনের অংশে এটি আছড়ে পড়ে।
নিউ সাউথ ওয়েলস পুলিস বলেছে, এই ঘটনার সঙ্গে সন্ত্রাসের যোগ-সূত্র রয়েছে কিনা সে সম্পর্কে এই পর্যায়ে কোনো কিছু জানা যায় নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের একজন মুখপাত্র বলেন,
“এটা পরিষ্কারভাবেই অনেক নৈরাজ্যিক। ১০ জন আহত হয়েছেন এবং এক দম্পতি গুরুতর আহত হয়েছেন।”
“এই পর্যায়ে আমরা বিশ্লেষণ করে দেখবো, কেন এ রকম হলো। আমি কৃতজ্ঞ যে, কেউ মারা যান নি। আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
ঘটনাস্থলে আহত আট জন নারী এবং চার জন পুরুষকে চিকিৎসা সেবা দেন প্যারামেডিকরা। এরপর ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স ইন্সপেক্টর কেইটলিন মারফি বলেন,
“প্যারামেডিকরা অনেক বিশৃঙ্খল অবস্থার সম্মুখিন হয়। অধিক সংখ্যক পথচারী ভীর জমায় ঘটনাস্থলে। আজ যা ঘটেছে তা নিয়ে তারা অনেক দুঃখিত।”
“কেউই এতে আটকে পড়েন নি। তবে, কারও কারও আঘাত এমনই ছিল যে তাদেরকে বহন করে নিয়ে যেতে হয়েছে।”
তাদের আঘাত জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়।
ফেসবুকে এক পোস্টে দেখা যায়:
“কমিউনিটি আলোড়িত এবং (হিজাব হাউজ) ব্যবস্থাপনা-কর্তৃপক্ষ এই দুঃখজনক ঘটনাটি নিয়ে কাজ করছে।”
“গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই এখনও জীবিত আছেন।”
ভিডিও ফুটেজে দেখা যায়, ইন্টারসেকশন অতিক্রম করার সময়ে SUV গাড়িটি নিয়ন্ত্রণ হারানোর আগে এটির ইঞ্জিনে জোরে আবর্তিত হচ্ছিল।
নিউ সাউথ ওয়েলস পুলিস বলেছে, Subaru SUV গাড়িটি ট্রাফিক লাইটের কাছে আরেকটি গাড়ির উপরে আছড়ে পড়ে এবং এর পর ফ্যাশন শপটিতে গিয়ে আঘাত হানে।
নিউ সাউথ ওয়েলস পুলিস বলছে, গাড়ির চালক ৫১ বছর বয়সী একজন পুরুষ।
পুলিস আরও বলেছে, এই দুর্ঘটনার আগে এই ব্যক্তি অসুস্থতায় ভুগছিল কিনা তা নিয়ে তারা তদন্ত করছে।
গাড়ির চালক এতে আহত হয় নি। তাকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নি।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স বলেছে, আহত হওয়া ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই নারী এবং এদের সবার বয়স ১৮ থেকে ৩০ বছরের মাঝে।
নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স বলেছে, কয়েকজন নারীর পায়ে আঘাত লেগেছে।