এবিবিসি বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস পেল এসবিএস বাংলা

সিডনিতে অনুষ্ঠিত এবিবিসি বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড গালা ২০১৯ এ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্যাটাগরিতে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল এসবিএস বাংলা।

Australia-Bangladesh Trade Conference

Source: SBS Bangla

সিডনিতে অনুষ্ঠিত এবিবিসি বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড গালা ২০১৯ এ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্যাটাগরিতে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেল এসবিএস বাংলা।

১৫ নভেম্বর এবিবিসি বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড গালা ২০১৯ এর জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় সিডনির শাংগ্রিলা হোটেলে।

প্রায় ৫০০ অতিথির সঙ্গে আরো উপস্থিত ছিলেন The Hon John Dowd AOQC, এবিবিসির-এর প্রেসিডেন্ট আসিফ কাউনাইন, বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী মাননীয় টিপু মুন্সি এমপি, অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন মিনিস্টার Hon David Coleman, নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ারের প্রতিনিধি Hon Damien Tudehop, কমার্স, ফাইন্যান্স অ্যান্ড স্মল বিজনেস মিনিস্টার মার্ক জোসেফ কুরে এমপি, নিউ সাউথ ওয়েলসের লেজিসলেটিভ অ্যাসেমব্লির অ্যাসিস্ট্যান্ট স্পিকার, ক্যানবেরাস্থ বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাই কমিশনার সুফিউর রহমান এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো উপস্থিত ছিলেন এবিবিসির সকল সদস্য ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা।

সিডনিতে ১৩ থেকে ১৫ নভেম্বর এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো তিন দিন ব্যাপী অস্ট্রেলিয়া-বাংলাদেশ ট্রেড কনফারেন্স। যৌথভাবে এ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ হাই কমিশন ক্যানবেরা ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি)।

কনফারেন্সের শেষ দিন, ১৫ নভেম্বর এর অন্যতম সহযোগী এবিবিসি বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড গালা ২০১৯ অনুষ্ঠিত হয়। ১৩টি ক্যাটাগরিতে বিজনেস এক্সলেন্স অ্যাওয়ার্ডস ২০১৯ প্রদান করা হয়।এ গুলোর মধ্যে উল্লেখযোগ হলো:

Agriculture, Livestock & Commodities.

Readymade Garments, Leather & Footwear.

Fast Moving Consumer Goods.

Creative Industry.

Media & communication.

Educational Services.

Engineering Services.

Professional Services.

Food & Hospitality.

Health & Allied Services.

Information Computing & Technology.

Mining & Energy.

Rising SME < 1M

মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্যাটাগরিতে বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় এসবিএস বাংলা-কে। এসবিএস বাংলার পক্ষে পুরস্কার গ্রহণ করেন একজিকিউটিভ প্রডিউসার আবু রেজা আরেফিন।

অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পায় প্রাণ গ্রুপ, বিডি গ্রুপ, বেক্সিমকো ফার্মা, পিকার্ড গ্রুপ, টেলেঅজ এবং কেইস এনভায়রনমেন্টাল।

সেদিন এবিবিসি বিজনেস জার্নালের উদ্বোধন করা হয়। প্রথম সংখ্যায় লিখেন মান্যবর হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান, এবিবিসি-এর চেয়ারম্যান আসিফ কাউনাইন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিকগণ।

Follow SBS Bangla on .

Share
Published 22 November 2019 4:57pm
Updated 23 November 2019 11:35am
By Abu Arefin

Share this with family and friends