গত ২ অক্টোবর, বুধবার সিডনিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাংলাদেশের কনসুলেট জেনারেল অফিস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অস্ট্রেলিয়াতে দায়িত্বপ্রাপ্ত হাইকমিশনার মান্যবর সুফিউর রহমান।
সিডনি কনসুলেটের কনসাল মো. কামরুজ্জামানের সঞ্চালনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন নবনিযুক্ত কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম। ছোট পরিসরে কনসুলেট কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে মধ্যে দিয়ে যাত্রা শুরু হয় নতুন কনসুলার সার্ভিস।
ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের পাশাপাশি সিডনির কনসুলেট জেনারেল অফিস থেকেও প্রবাসী বাংলাদেশী এবং অস্ট্রেলিয়ান নাগরিকদেরকে কনসুলার সেবা প্রদান করা হবে।এই অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার কয়েকজন এমপিসহ বেশ কিছু দূতাবাসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাঙালি কাউন্সিলর এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দীর্ঘদিন দায়িত্বপ্রাপ্ত অনারারি কনসাল জেনারেল অ্যান্থোনি কোরি ও অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যম এসবিএস রেডিও-র নেটওয়ার্ক ম্যানেজার পামেলা কুক।
Source: SBS Bangla
স্বাগত বক্তব্যে নবনিযুক্ত কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম প্রবাসী সকলের সহযোগিতা চান। আরো বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে নিউ সাউথ ওয়েলস লেজিসলেটিভ অ্যাসেমব্লির অ্যাসিস্ট্যান্ট স্পিকার অনারেবল মার্ক কোরি এমপি, অনারেবল সোফি কোস্টিস এমপি, অনারেবল হিউ ম্যাকডার্মট এমপি প্রমুখ।
ধন্যবাদ জানাতে গিয়ে অস্ট্রেলিয়ায় নিযুক্ত গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর হাই কমিশনার সুফিউর রহমান অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের নানা দিক তুলে ধরেন। সবশেষে আমন্ত্রিত অতিথিদেরকে নৈশ ভোজে আপ্যায়িত করা হয়।