আসছে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স!

ড্রাইভিং লাইসেন্স সাথে করে ঘুরে বেড়ানোর দিন বুঝি শেষ হলো! মানিব্যাগ থেকে মোবাইল এ্যাপসে, অর্থাৎ ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স প্রনয়ণে কাজ করছে নিউ সাউথ ওয়েলস (এনএসডাব্লিউ) রাজ্য সরকার।

Digital Driving License

A consumer using a new app that the state government wants to roll out using digital licences across NSW. Source: NSW Government

সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই এনএসডাব্লিউ রাজ্য জুড়ে চালু হবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স। মে মাসেই রাজ্য সংসদে এ সংক্রান্ত একটি আইন পাসের সম্ভাবনা রয়েছে। 

গত বছরের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ডাব্বু শহরে চলে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষামূলক কার্যক্রম। যাতে অভূতপূর্ব সাড়া এবং সাফল্য দুটোই পেয়েছে সরকার। 

রাজ্যের অর্থ, সেবা এবং সম্পত্তি বিষয়ক মন্ত্রী ভিক্টর ডমিনেলো জানিয়েছেন, "ডাব্বুতে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষামূলক প্রকল্প সাফল্য পেয়েছে। ড্রাইভাররা একে সাধুবাদ জানিয়েছে।"  

অস্ট্রেলিয়ায় ড্রাইভিং লাইসেন্স শুধু গাড়ি চালানোর বৈধতা নয় বরং এটা পরিচয়পত্রেরও কাজ করে; যেমন পুলিশ চেক এবং ক্লাবে ঢুকতে গেলে বয়স প্রমাণে দেখাতে হয় ড্রাইভিং লাইসেন্স। আর তাই মানিব্যাগে করে ড্রাইভিং লাইসেন্স বয়ে বেড়ান সবাই।
Digital Driving License
Source: AAP
আইন পাস হলে সার্ভিস এনএসডাব্লিউ-র এ্যাপসে পাওয়া যাবে ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স। যা কিনা পরিচয়পত্র জালিয়াতির বিরুদ্ধে বাড়তি সুরক্ষা প্রদান করবে বলে মনে করছেন কর্তৃপক্ষ। তবে, কেউ চাইলে বর্তমান প্লাস্টিক ড্রাইভিং লাইসেন্সও সাথে রাখতে পারবেন। 

ডিজিটাল ড্রাইভিং লাইসেন্সের জন্য রেজিষ্ট্রেশন করতে হবে - তে। সেখানে পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করতে হবে। ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর এ্যাপসে-র মাধ্যমেই হালনাগাদ করা যাবে ব্যক্তিগত তথ্য, ঠিকানা পরিবর্তনসহ পাওয়া যাবে আরো বেশ কিছু সুবিধা।


Share
Published 18 May 2018 4:44pm
Updated 18 May 2018 5:24pm
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: NSW Government


Share this with family and friends