নিউ সাউথ ওয়েলস রিজিওনাল ভিসা ৪৯১-এর জন্য তাদের স্কিলড অকুপেশন লিস্টে পেশার সংখ্যা বাড়িয়েছে

১ এপ্রিল থেকে নিউ সাউথ ওয়েলসের স্কিলড অকুপেশন লিস্টে পেশার সংখ্যা বাড়ছে, এটি স্কিলড ওয়ার্ক রিজিওনাল ভিসা বা সাব ক্লাস ৪৯১-এর জন্য প্রযোজ্য হবে। তবে রাজ্যটিতে 'লিভিং এন্ড ওয়ার্কিং আউট সাইড রিজিওনাল নিউ সাউথ ওয়েলস' এই খাতে ভিসার আবেদন এখন আর নিচ্ছে না।

Regional Visa

According to the Department of Home Affairs new Contributory Parent visa applications are likely to take at least 65 months to be released for final processing Source: Getty Images

মাইগ্রেশন এজেন্টগুলোকে নিউ সাউথ ওয়েলসের কর্মকর্তারা জানিয়েছেন তারা তাদের অকুপেশন লিস্টে আরও নতুন পেশা যোগ করতে যাচ্ছে। 

দক্ষ কর্মীদের জন্য এই স্কিলড ওয়ার্ক রিজিওনাল ভিসা ( সাব ক্লাস ৪৯১ ) একটি প্রভিশনাল ভিসা। এই ভিসার অধীনে নিউ সাউথ ওয়েলস সরকার যোগ্য প্রশিক্ষিত আবেদনকারীদের মনোনয়ন দেবে, যারা রাজ্যের রিজিওনাল এলাকায় কর্মী সংকট আছে এমন জায়গায় কাজ করতে রাজি হবে।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • ১ এপ্রিল থেকে নিউ সাউথ ওয়েলসের স্কিলড অকুপেশন লিস্টে পেশার সংখ্যা বাড়ছে। 
  • রাজ্যটিতে 'লিভিং এন্ড ওয়ার্কিং আউট সাইড রিজিওনাল নিউ সাউথ ওয়েলস' এই খাতে ভিসার আবেদন এখন আর নিচ্ছে না।

এ সংক্রান্ত হালনাগাদ তথ্য নিউ সাউথ ওয়েলস সরকারের থেকে জানা যাবে।

মাইগ্রেশন এজেন্ট চামান প্রীত বলেন, তিনি এই ঘোষণায় বেশ আশাবাদী।

আরও দেখুন:
"বর্তমান পরিপ্রেক্ষিতে এই ঘোষণা বেশ তাৎপর্য্যপূর্ণ। এতে অনেকগুলো পেশা যুক্ত হচ্ছে, তবে রিজিওনাল এলাকার বাইরে আছেন এমন আবেদনকারীরা এতে যোগ্য হবেন না" বলছিলেন মাইগ্রেশন এবং এডুকেশন এক্সপার্ট মিজ প্রীত।
Lucknow, NSW
Regional NSW. Source: Vivek Kumar/SBS
এপ্রিলের ১ তারিখ থেকে নিউ সাউথ ওয়েলস 'লিভিং এন্ড ওয়ার্কিং আউটসাইড অফ রিজিওনাল নিউ সাউথ ওয়েলস' এই স্ট্রীমের আবেদন নেয়া বন্ধ করে দেবে। এর মানে হচ্ছে যারা নিউ সাউথ ওয়েলসের রিজিওনাল এলাকায় কাজ করতে এবং থাকতে আগ্রহী শুধু তাদেরই এই ভিসা কাজে লাগবে।

আরও দেখুন:

কর্মকর্তারা আরো ঘোষণা করেছেন যে আবেদনকারীরা 'লিভিং এন্ড ওয়ার্কিং ইন রিজিওনাল নিউ সাউথ ওয়েলস' বা স্ট্রিম ১ এবং রিজিওনাল এলাকায় সম্প্রতি পড়াশোনা শেষ করা স্ট্রিম ২-এই ভিসার আবেদন গ্রহণ করছেন।

মিজ প্রীত বলেন, ভিসা পেতে আগ্রহীরা স্টেট নমিনেশনে তাদের সুযোগের সদ্ব্যবহার করতে কৌশলী হবেন, এটাই কাম্য এবং তাৎপর্যপূর্ণ।

বিশেষ দ্রষ্টব্য:

এখানে যে তথ্য দেয়া হয়েছে তা অস্ট্রেলিয়ায় অভিবাসন বিষয়ে সাধারণ তথ্য এবং নির্দিষ্ট কোন পরামর্শ নয়। কেউ যদি আরো প্রাসঙ্গিক এবং সুনির্দিষ্ট তথ্য পেতে চান তাহলে একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের সাথে যোগাযোগ করুন। 

আপনি কীভাবে একজন মাইগ্র্যাশন এজেন্ট খুঁজে পাবেন সেজন্য ভিজিট করুন:

আরো তথ্যের জন্য ভিজিট করুন: অস্ট্রেলিয়া গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স: 

শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ভিজিট করুন। 

আরো দেখুন: 




Share
Published 1 April 2021 7:32pm
Updated 1 April 2021 10:33pm
By Vivek Kumar
Presented by Shahan Alam


Share this with family and friends