অস্ট্রেলিয়ান প্যারেন্ট ভিসায় অপেক্ষার সময়কাল বাড়ছে

১৭ নভেম্বর ২০১৮ থেকে রিটায়ারমেন্ট (সাবক্লাস ৪১০) এবং ইনভেস্টর রিটায়ারমেন্ট (সাবক্লাস ৪০৫) ভিসাধারীরা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। নতুন এই পাথওয়ের প্রভাবে বিদ্যমান প্যারেন্ট ভিসা ক্যাটাগরিগুলোতে আবেদনকারীদের অপেক্ষার সময়কাল আরও বেড়ে যাবে।

parent visa

Representative image Source: SBS

অস্ট্রেলিয়ার রিটায়ারমেন্ট (সাবক্লাস ৪১০) এবং ইনভেস্টর রিটায়ারমেন্ট (সাবক্লাস ৪০৫) ভিসাধারীদের জন্য নতুন একটি পাথওয়ে চালু করা হচ্ছে। ১৭ নভেম্বর ২০১৮ থেকে তারা The Migration Amendment () Regulations 2018-এর আওতায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। এটি প্যারেন্ট ভিসা ক্যাটাগরির মধ্যেই থাকবে। প্যারেন্ট ভিসার কোটা থেকে কিছু অংশ এই ভিসার জন্য ব্যবহৃত হলে অবধারিতভাবেই তার প্রভাবে প্যারেন্ট ভিসার জন্য অপেক্ষার সময়কাল বাড়বে।
Parent visa
Source: Pixabay
অস্ট্রেলিয়ায় রিটায়ারমেন্ট ভিসা চালু করা হয় ৩৫ বছরেরও আগে। অস্ট্রেলিয়ার বাইরে থেকে অবসরপ্রাপ্ত আত্মনির্ভরশীল বয়স্ক ব্যক্তিদেরকে নিয়ে আসার মাধ্যমে এদেশের অর্থনীতিকে চাঙা করাটাই ছিল এই ভিসার প্রাথমিক উদ্দেশ্য। এই ভিসার আওতায় তারা টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে বসবাস করতে পারেন। অস্ট্রেলিয়ার সোশাল অ্যান্ড ওয়েলফেয়ার সিস্টেমের উপর তারা বোঝা হন না; সোশাল অ্যান্ড ওয়েলফেয়ার সিস্টেম তাদের জন্য এক পয়সাও খরচ করে না।

তারা এখন প্যারেন্ট ভিসা সাবক্লাস ১০৩ এবং সাবক্লাস ১৪৩ (পার্মানেন্ট প্যারেন্ট কন্ট্রিবিউটোরি) ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন এই পাথওয়ের ফলে অস্ট্রেলিয়ার বাইরে থেকে প্যারেন্ট ভিসায় আগমনকারীদের সংখ্যাই শুধু কমবে না, পাশাপাশি ভিসার জন্য তাদের অপেক্ষার সময়কালও বেড়ে যাবে।

অস্ট্রেলিয়ান প্যারেন্ট ভিসার জন্য বর্তমানে ছয় বছর থেকে ৩০ বছর পর্যন্ত সময়কাল অপেক্ষা করতে হয়।

সাবক্লাস ১৪৩ (পার্মানেন্ট প্যারেন্ট কন্ট্রিবিউটোরি) ভিসার জন্য হাজার হাজার ডলার খরচ করতে হয়। আগে এই ভিসার জন্য সময় লাগতো প্রায় ১৮ মাস। আজকাল চার বছরেরও বেশি সময় লাগে।
Australian visa Application
Source: SBS
আর, নন-কন্ট্রিবিউটোরি প্যারেন্ট ভিসার (সাবক্লাস ১০৩) জন্য অপেক্ষা করতে হয় ৩০ বছর।

৩০ জুন ২০১৮ পর্যন্ত নন-কন্ট্রিবিউটোরি প্যারেন্ট ভিসার (সাবক্লাস ১০৩) জন্য অপেক্ষা করছেন ৫০,৬২৬ জন আবেদনকারী। এর বিপরীতে, সাবক্লাস ১৪৩ (পার্মানেন্ট প্যারেন্ট কন্ট্রিবিউটোরি) ভিসার জন্য অপেক্ষা করছেন ৪৮,৫৯৫ জন আবেদনকারী।

নতুন এই পাথওয়ের কুপ্রভাব যেন তাদের ওপর কম পড়ে সেজন্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স কিছু ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। তারা কয়েক বছর ধরে এই নতুন পাথওয়ের স্বল্প-সংখ্যক  আবেদনকারীকে সুযোগ দিবে।

Follow SBS Bangla on .

Share
Published 2 November 2018 12:57pm
By Mosiqi Acharya
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends