ডমেস্টিক ভায়োলেন্স বিষয়ক ঘটনায় সাহায্য চেয়ে ইমার্জেন্সি সার্ভিসে কল করা হলে ৩০ জানুয়ারি, ২০২২, রবিবার বিকাল সাড়ে চারটার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়।
প্যারামাটা পুলিস এরিয়া কমান্ডের কর্মকর্তাগণ নর্থ প্যারামাটার পেনান্ট হিলস রোডের একটি অ্যাপার্টমেন্ট থেকে ১৯ বছর বয়সী এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেন।
পক্ষ থেকে বলা হয়েছে, আনুষ্ঠানিকভাবে সেই নারীর পরিচয় এখনও সনাক্ত করা হয় নি এবং তার মৃত্যুর ঘটনাটিকে সন্দেহজনক বলে ভাবা হচ্ছে। এ বিষয়ে এখন তদন্ত চলছে।
তদন্তের স্বার্থে এক ব্যক্তির খোঁজ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দৈহিক বর্ণনা প্রকাশ করেছিল পুলিস। এরপর, ৩১ জানুয়ারি, ২০২২, সোমবার দুপুর সাড়ে বারটার দিকে ২০ বছর বয়সী এক ব্যক্তি ব্যাংকসটাউন পুলিস স্টেশনে যান এবং তখন তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এখন হত্যার অভিযোগ আনা হয়েছে।
তদন্তের স্বার্থে গ্রিনএকর এলাকা থেকে একটি ট্রাকও উদ্ধার করেছে পুলিস। ট্রাকটির ফরেনসিক পরীক্ষণ করা হবে।
অভিযুক্ত ব্যক্তিকে জামিন দেওয়া হয় নি। আজ মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২ তাকে ব্যাংকসটাউন লোকাল কোর্টে তোলার কথা রয়েছে।
নিউ সাউথ ওয়েলস পুলিসের পক্ষ থেকে বলা হচ্ছে:
এই ঘটনা সম্পর্কে যদি কারও কোনো কিছু জানা থাকে, তাহলে ক্রাইম স্টপার্স এর সঙ্গে যোগাযোগ করতে। ফোন: 1800 333 000 কিংবা ঠিকানায়। এক্ষেত্রে কঠোরভাবে গোপনীয়তা রক্ষা করা হবে। আরও বলা হচ্ছে, নিউ সাউথ ওয়েলস পুলিস-এর সোশাল মিডিয়া পেজের মাধ্যমে যেন কোনো রিপোর্ট করা না হয়।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: