লিগ্যাসি রক ফেস্টিভ্যালে অংশগ্রহণকারী ব্যান্ডগুলো হলো ব্যাকবেঞ্চার, বিগ ব্যান্ড থিওরি, সাবক্লাস ৫৭৩, ওভারড্রাইভ এবং ব্রিসবেন থেকে আগত ব্যান্ড হেলসেন।
নবগঠিত বাংলা ব্যান্ড এসোসিয়েশন অস্ট্রেলিয়া, মেলবোর্ন প্রবাসী বাংলা ব্যান্ড মিউজিক ভক্তদের সংগঠন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদুর রহমান সুজন।
তিনি এসবিএস বাংলাকে বলেন, 'আমাদের মূল লক্ষ হলো মেলবোর্নের বাংলা ব্যান্ডগুলোর জন্য একটি নিয়মিত চর্চা ও অনুষ্ঠানের ক্ষেত্র তৈরী করা, এবং একই সাথে নতুন প্রজন্মকে বাংলাদেশের সমৃদ্ধ ব্যান্ড মিউজিক এবং তার সাথে জড়িত বরেণ্য শিল্পীদের সাথে পরিচিত করা এবং তাদের বাংলা গান চর্চায় উৎসাহিত করা।'
All the artistes performed some famous and popular songs of Bengali bands as well as some English songs. Credit: Bangla Band Association, Australia
২০ আগস্ট সন্ধ্যায় ড্রিম বিল্ডার্স মিলনায়তনে বাংলা ব্যান্ডের প্রখ্যাত শিল্পী প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিখ্যাত গান 'ঘুম ভাঙা শহর' দিয়ে অনুষ্ঠান শুরু করে মেলবোর্নের নতুন প্রজন্মের কিশোর গিটারিস্ট ও গায়ক অরিত্র, এবং তার সাথে ছিল আরেক কিশোর বেজ গিটারিস্ট আরি এবং তার ব্যান্ড ব্যাকবেঞ্চার। এরপর একে একে মঞ্চে আসে হেলসেন, বিগ ব্যান্ড থিওরি, সাবক্লাস ৫৭৩ এবং ওভারড্রাইভ।
Bangla Band Association Australia is a Bengali band music fans' organization in Melbourne. Credit: Bangla Band Association, Australia
শিল্পীরা সকলেই বাংলা ব্যান্ডের বিখ্যাত এবং জনপ্রিয় কিছু গানের পাশাপাশি কিছু ইংরেজী গানও পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে বিন্তি এবং অর্ণব।