বাংলাদেশের মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যানবেরার তেলোপিয়া পার্কে মানুকা সার্কিট এবং নিউ সাউথ ওয়েলস স্ট্রিট-এর ক্রসমোড়ে একটি শহীদ মিনার অস্থায়ীভাবে স্থাপন করা হয়। এর পরিকল্পনা করেন স্থপতি জালাল আনিস।২১ ফেব্রুয়ারি সকাল ৬:১০ এ এই অস্থায়ী শহীদ মিনার প্রাঙ্গনে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এসিটি গভার্নমেন্টের মাল্টিকালচারাল মিনিস্টার মিস্টার ক্রিস্ট স্টিল, বিরোধী দলীয় নেতা মিস্টার অ্যালিস্টার কো, বাংলাদেশ হাইকমিশনার, ক্যানবেরায় বসবাসকারী প্রবাসী ও অভিবাসীগণ এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীগণ।
Source: Supplied
শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।এরপর এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইকমিশনার, এসিটি মাল্টিকালচারাল মিনিস্টার এবং এসিটি বিরোধী দলের নেতা।
Source: Supplied
হাইকমিশনার সুফিউর রহমান তার বক্তব্যে সকল ভাষা শহীদ এবং ভাষা সংগ্রামীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, ধর্ম ও বর্ণের গণ্ডি পেড়িয়ে বাংলা ভাষা এক ও অদ্বিতীয় বাঙালি জাতি-সত্তার পরিচয় দিয়েছে, যা অসাম্প্রদায়িক ও ধর্ম-নিরপেক্ষ।সান্ধ্যকালীন আয়োজনে “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” এর তাৎপর্য বিষয়ে আলোচনায় অংশ নেন হাইকমিশনারসহ অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীরা।
Source: Supplied
আলোচনা অনুষ্ঠান শেষে শিশু-কিশোরসহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।