সিডনিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন করলো অস্ট্রেলিয়ান উইমেনস কাউন্সিল

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ, শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ান উইমেনস কাউন্সিল। প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা প্রদান করা হয় এতে।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ, শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ান উইমেনস কাউন্সিল।

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ, শনিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে অস্ট্রেলিয়ান উইমেনস কাউন্সিল। Source: Australian Women's Council

উইমেনস কাউন্সিলের সভাপতি ও সদ্যনির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এতে শুভেচ্ছা বক্তৃতা দেন সিডনিতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্থানীয় আদিবাসী নেতা ফিল দত্তি, এমপি ও মন্ত্রী ডেভিড কোলম্যান, এমপি ওয়েন্ডি লিন্ডজি-সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সায়ান জামান, ফাহাদ আসমার, ফাইজুন নাহার পলি ও শহিদুর ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন অমিয়া মতিন, সাদিয়া জাহিদ, পৃথিবী তাজওয়ার, নিলুফা ইয়াসমিন ও জান্নাত উর্মি। আর, নৃত্য পরিবেশনায় ছিল নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি।

সিডনির ব্যাংকসটাউনের স্থানীয় একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিতে অংশ নেন স্থানীয় মন্ত্রী, এমপি, কাউন্সিলর-সহ বাংলাদেশী কমিউনিটির রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও শিল্পীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।
Australian Women's Council
Source: Australian Women's Council
Follow SBS Bangla on .


এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 

Share
Published 27 March 2022 3:30pm
By Sikder Taher Ahmad

Share this with family and friends