উইমেনস কাউন্সিলের সভাপতি ও সদ্যনির্বাচিত কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। এতে শুভেচ্ছা বক্তৃতা দেন সিডনিতে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম, স্থানীয় আদিবাসী নেতা ফিল দত্তি, এমপি ও মন্ত্রী ডেভিড কোলম্যান, এমপি ওয়েন্ডি লিন্ডজি-সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সায়ান জামান, ফাহাদ আসমার, ফাইজুন নাহার পলি ও শহিদুর ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন অমিয়া মতিন, সাদিয়া জাহিদ, পৃথিবী তাজওয়ার, নিলুফা ইয়াসমিন ও জান্নাত উর্মি। আর, নৃত্য পরিবেশনায় ছিল নৃত্যাঞ্জলি ড্যান্স একাডেমি।
সিডনির ব্যাংকসটাউনের স্থানীয় একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটিতে অংশ নেন স্থানীয় মন্ত্রী, এমপি, কাউন্সিলর-সহ বাংলাদেশী কমিউনিটির রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও শিল্পীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাহে জামান টিটু।Follow SBS Bangla on .
Source: Australian Women's Council
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: