ভারতের স্বাধীনতা দিবসে তেরঙ্গা পতাকা হাতে লেখিকা তসলিমা নাসরিন

ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির ফ্লাটের ছাদে সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।

Taslima Nasrin

Source: Facebook

বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির ফ্লাটের ছাদে সে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। পতাকা হাতে সে ছবি ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে পোস্টও করেছেন বিতর্কিত এই লেখিকা।
ফেসবুকে তিনি লিখেছেন, ১৬ ডিসেম্বর এলে ছোটবেলায় বাড়ির ছাদে পতাকা ওড়াতেন। পাকিস্তানি শাসকের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা যে পতাকা, সে পতাকা ছিল সবুজ, সবুজের ভেতর লাল সূর্য। আর আজ ১৫ আগস্ট সকালে বাড়ির ছাদে পতাকা ওড়ালেন। ব্রিটিশের অত্যাচার থেকে স্বাধীনতা পাওয়ার পতাকা।

বাংলাদেশের এই লেখিকা লিখেছেন, “আমরা কি স্বাধীনতার মূল্য বুঝি? অধিকাংশই তো বুঝি না। আমাদের দেশী শাসকেরা সেই শাসকদেরই অনুকরণ করেন, যাদের বিরুদ্ধে আমরা একসময় যুদ্ধ করেছিলাম।”

অস্থায়ী রেসিডেন্ট পারমিট নিয়ে এই মুহূর্তে ভারতের রাজধানীতে রয়েছেন তসলিমা। মাঝে মধ্যে তাঁর ঘোরা ফেরা, লেখালেখি, ঘরকন্যার ছবি পোস্ট করেন। আবার কিছু বিতর্কিত বিষয়ে টুইটও করেন, যা নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়। এবার ভারতের স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের পর লিখেছে, “তারপরও স্বাধীনতার পতাকা ওড়াও। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে যে যার ঝাণ্ডা ওড়াও।”

Follow SBS Bangla on .


Share
Published 15 August 2019 9:21pm
By Partha Mukhopadhyay
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends