র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কীভাবে করতে হয়?

কোভিড-১৯ পিসিআর টেস্টিং থেকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের দিকে ঝুঁকছে অস্ট্রেলিয়া। আপনার ভাষায় র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের নির্দেশিকা তৈরি করেছে এসবিএস।

A man holds a negative rapid antigen coronavirus test.

A man holds a negative rapid antigen coronavirus test. Source: AP

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট বা র‌্যাট-এর মাধ্যমে ঘরে বসেই কোভিড-১৯ পরীক্ষা করা যায়।

কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে কিংবা সংক্রামিত ব্যক্তির সাহচর্যে এলে র‌্যাট টেস্ট করতে উৎসাহিত করা হচ্ছে অস্ট্রেলিয়ার স্টেটগুলোতে।

র‌্যাট টেস্টের রেজাল্ট পজেটিভ হলে স্টেট-পরিচালিত পিসিআর ক্লিনিকগুলোতে গিয়ে আবারও টেস্ট করানোর পরিবর্তে এই রেজাল্ট হেলথ সার্ভিসেস-এ জানাতে হবে। তবে, যদি বলা হয়, তখন পিসিআর টেস্ট করাতে হবে।

যথাযথ ও সঠিকভাবে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য নিম্নোক্ত নির্দেশিকা অনুসরণ করুন:

প্রথম ধাপ: নমুনা (স্যাম্পল) নিন
RAT instructions
Source: SBS


দ্বিতীয় ধাপ: নমুনার নির্যাস সংগ্রহ করুন

RAT instructions
Source: SBS


তৃতীয় ধাপ: নমুনা পরীক্ষণ

RAT instructions
Source: SBS


চতুর্থ ধাপ: ফলাফল দেখুন

RAT instructions
Source: SBS
আপনি যদি কোভিড-১৯ পজেটিভ হন, তাহলে বেশিরভাগ স্টেট ও টেরিটোরিতে বিদ্যমান নিয়ম অনুসারে, আপনাকে এই রেজাল্ট আপনার এলাকার হেলথ ডিপার্টমেন্টকে জানাতে হবে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারী সম্পর্কিত বিদ্যমান বিধি-নিষেধ ও তথ্যাবলী আপনার ভাষায় জানতে ভিজিট করুন এই 

বেশ কয়েকটি স্টেট র‌্যাট রেজিস্ট্রেশন ফর্ম সেটআপ করেছে।

কোয়ারেন্টিন, ভ্রমণ এবং টেস্টিং

 কোভিড-১৯ ভ্রমণ-বিষয়ক তথ্যাবলী
৬০টিরও বেশি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: 

আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন:  .

আপনার ভাষায় কোভিড-১৯ ভ্যাকসিনের তথ্যের জন্য দেখুন: .

নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:


প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:

 

প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:

 
 
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: 

আমাদেরকে অনুসরণ করুন 



Share
Published 1 February 2022 7:36pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends