করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে কারও ঘরে বেড়াতে যাওয়ার যে নিষেধাজ্ঞা রয়েছে, আগামী শুক্রবার থেকে নিউ সাউথ ওয়েলসে তা আংশিক শিথিল করা হচ্ছে। তবে, এর পাশাপাশি, প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান জনগণকে সতর্কও করেছেন। তিনি বলেছেন, এর ফলে অবধারিতভাবেই এ রাজ্যে কোভিড-১৯ কেস সংখ্যা বেড়ে যাবে।
আগামী শুক্রবার থেকে এ রাজ্যে সর্বোচ্চ দু’জন পূর্ণ-বয়স্ক ব্যক্তি তাদের সন্তানদের সঙ্গে নিয়ে কারও বাড়িতে বেড়াতে যেতে পারবেন। সামাজিক দেখা-সাক্ষাতের জন্য এবং কারও দেখাশোনা করার জন্য।
নিউ সাউথ ওয়েলস রাজ্য এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে, প্রতি মাসের শেষ নাগাদ তারা বিদ্যমান নিষেধাজ্ঞাগুলো পুনর্বিবেচনা করবে। সে অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হলো।
স্কুল শিক্ষার্থীদের জন্য আগামী ১১ মে থেকে মুখোমুখি শিক্ষা প্রদান করার সিদ্ধান্ত ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসে রিটেইল কর্মকাণ্ডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এখন।
নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান মঙ্গলবার স্বীকার করেন যে, স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে যে, নতুন কোভিড-১৯ কেসের সংখ্যা বৃদ্ধি পাবে। তবে তিনি বলেন, এপ্রিল মাস জুড়ে হাসপাতালগুলো তাদের সামর্থ্য বৃদ্ধি করেছে এবং অতিরিক্ত সংখ্যক সুরক্ষা-সরঞ্জাম সংগ্রহ করেছে।
সত্তরোর্ধ্ব ব্যক্তিদের উচিত যতোটা সম্ভব ঘরেই অবস্থান করা।
মিজ বেরেজিক্লিয়ান আরও বলেন, কী কারণে ভিজিট করা হচ্ছে সে সম্পর্কে জানতে চাইবে না সরকার। আর, এসব সামাজিক মেলামেশা মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য সহায়ক।
শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হাত ধোওয়া অনেক গুরুত্বপূর্ণ।
রিপোর্টারদেরকে তিনি বলেন,
“আমি আশা করছি যে, মে মাসে মাত্র হাতে গোনা কয়েকটি কেস থাকবে না, যা আমরা প্রতিদিন পাচ্ছি। কারণ, যখনই আপনি এই কার্যক্রম বৃদ্ধি করবেন, দুর্ভাগ্যজনকভাবে তখনই আপনি কেস সংখ্যা বাড়তে দেখবেন।”
“সেজন্য আমরা এপ্রিল মাসে সময় নিয়েছি যখন এসব নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে এবং এ সময়ে আমরা হাসপাতালগুলোতে অতিরিক্ত কেসগুলো নিয়ে কাজ করার জন্য আর আমাদের হাতে থাকা বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে শিক্ষা গ্রহণ করার জন্য হেলথ সাপ্লাই ক্যাপাসিটি বাড়িয়েছি।”
“এটা নিশ্চিতভাবেই একটি অবস্থা যার মধ্যে আমরা রয়েছি। আমরা কী তুলে দিতে পারি? এগুলো তুলে দেওয়ার জন্য কোনটি নিরাপদ সময়? কী করলে কাজ-কর্মে গতি আসবে, সেটি আমাদের জন্য একটি অগ্রাধিকার।”মিজ বেরেজিক্লিয়ান আরও বলেন যে, ১১ মে থেকে চালু হওয়ার পর স্কুলগুলোতে প্রথম দু’সপ্তাহ মসৃণভাবে অতিবাহিত হলে এর পরে স্কুলগুলোতে মুখোমুখি শিক্ষা প্রদানের বিষয়ে আরও গতি আনা হবে।
A worker leaves the Anglicare Newmarch House in Western Sydney. Source: AAP
সিডনির পশ্চিমাঞ্চলে নিউমার্চ হাউজ এজড কেয়ার ফ্যাসিলিটিতে আরও পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে করোনা-আক্রান্ত হয়ে ১১ ব্যক্তির মৃত্যু হলো। আর, নিউ সাউথ ওয়েলসে করোনা-আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪১ এ উপনীত হলো।
৮৯ বছর বয়সী সেই নারী গত সোমবার রাতে মারা যান বলে ফ্যাসিলিটিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যাংলিকেয়ার জানিয়েছে।
অ্যাংলিকেয়ারের চিফ একজিকিউটিভ গ্রান্ট মিলার্ড এক বিবৃতিতে বলেন,
“বিস্তৃত হওয়ার ও অভিঘাতের দিক দিয়ে করোনাভাইরাসের এই বৈশ্বিক মহামারীর কোনো নজির ইতোপূর্বে কখনও দেখা যায় নি। তবে, আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃদ্ধ ব্যক্তিদের উপর এর ভয়ানক প্রভাবের বিষয়টি।”
ক্যাডেন্স-এর এজড কেয়ার ফ্যাসিলিটি নিউমার্চ হাউজে করোনাভাইরাসে সংক্রমণ ছড়িয়ে পড়ে তাদের একজন কর্মীর মাধ্যমে। হাল্কা উপসর্গ নিয়ে সেই এজড কেয়ার কর্মী একটানা ৬ দিন সেখানে কাজ করেছিলেন।
সেখানে প্রায় ৫৪ জন বসবাসকারী এবং কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
নিউ সাউথ ওয়েলসে মঙ্গলবার ৫টি নতুন কোভিড-১৯ কেস শনাক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যটিতে আক্রান্তের মোট সংখ্যা ৩০০৯ এ উন্নীত হলো। এদের মধ্যে ১৯ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।
এদিকে, বন্ডাই সমুদ্র-সৈকত আবারও খুলে দেওয়া হয়েছে সাঁতার কাটা ও সার্ফিংয়ের জন্য। তবে, সৈকতের বালিতে বসা যাবে না। অস্ট্রেলিয়ায় এই এলাকায় সবচেয়ে বেশি সংখ্যক কোভিড-১৯ কেস পাওয়া গেছে।
ওয়েভারলি কাউন্সিলের মেয়র পলা মেসেলোজ বলেন, বন্ডাই, ব্রন্টি এবং টামারামা সমুদ্র-সৈকতে মঙ্গলবার থেকে পানিতে নামা যাবে “শুধুমাত্র শরীর চর্চার জন্য”।
সপ্তাহের দিনগুলোতে (সোম-শুক্রবার) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্ফিং করা এবং সাঁতার কাটা যাবে। পানিতে ওঠা-নামার জন্য নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে।
মেয়র বলেন, “সাঁতার কাটুন এবং চলে যান” এবং “সার্ফ করুন এবং চলে যান”। ওয়েভারলির অধিবাসীরা এবং জনগণ সমুদ্র-সৈকতে গাড়ি চালাতে পারবেন না বলে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।
র্যান্ডউইকের সমস্ত সমুদ্র-সৈকত মঙ্গলবার থেকে পুনরায় উন্মুক্ত করা হয়েছে। সেখানে কোনো সময় নির্ধারণ করা হয় নি। তবে, নর্দার্ন বিচেস কাউন্সিলের অধীনস্থ ডি হোয়াই, ফ্রেশ ওয়াটার এবং ম্যানলি সমুদ্র-সৈকত এখনও বন্ধ রয়েছে।
Source: SBS
আপনি যদি মনে করেন যে, আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাহলে আপনার ডাক্তারকে কল করুন। ডাক্তারের কাছে যাবেন না। আপনি ন্যাশনাল করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইনেও কল করতে পারেন এই নম্বরে: 1800 020 080
Source: SBS
আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।
আপনার ভাষায় কোভিড-১৯ এর সর্বশেষ আপডেট জানাতে এসবিএস প্রতিশ্রুতিবদ্ধ। ৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পাবেন। ভিজিট করুন: .বাংলায় করোনাভাইরাস (কোভিড-১৯) বিষয়ক আমাদের সর্বশেষ আপডেটের জন্য ভিজিট করুন:
Source: SBS