অস্ট্রেলিয়ায় ফেসবুকে খবর দেখা ও শেয়ার করা বন্ধ: অন্যান্য প্লাটফর্মে যেভাবে এসবিএস আধেয় পাবেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা কোনো অস্ট্রেলীয় সংবাদ আধেয় দেখা বা তা শেয়ার করতে পারছেন না। সম্প্রতি অস্ট্রেলিয়ায় প্রস্তাবিত এক আইনে কোনো সংবাদ আধেয় প্রকাশ করার জন্য ফেসবুককে অর্থ পরিশোধ করতে বলা হয়েছে। এরই প্রতিক্রিয়ায় ফেসবুক কর্তৃপক্ষ অস্ট্রেলীয় ব্যবহারকারীদের জন্য সংবাদ-আধেয় আটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কীভাবে আমাদেরকে পাবেন তা জানতে পড়ুন বিস্তারিত।

SBS News

Source: SBS News

ফেসবুক বলছে, তারা অস্ট্রেলিয়ায় পাবলিশার ও ব্যবহারকারীদেরকে অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক সংবাদ-আধেয় শেয়ার করা ও দেখার ক্ষেত্রে বাধা দিবে।

একটি ব্লগ পোস্টে ফেসবুক বলেছে, ইন্টারনেট প্লাটফর্মে সংবাদ-আধেয় প্রকাশের ক্ষেত্রে অর্থ-প্রদানে বাধ্যকরণে ফেডারাল সরকারের একটি প্রস্তাবিত আইনের প্রতিক্রিয়ায় ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে।

ফেসবুকের এই সিদ্ধান্তের মানে হলো অস্ট্রেলিয়ায় প্রকাশকরা তাদের আধেয় ফেসবুক পেজে আর পোস্ট করতে কিংবা শেয়ার করতে পারবে না।

আর, নন-অস্ট্রেলিয়ান প্রকাশকদের সংবাদ-আধেয় অস্ট্রেলিয়ান ব্যবহারকারীরা দেখতে কিংবা শেয়ার করতে পারবেন না।

অধিকন্তু, অস্ট্রেলিয়ার বাইরের ব্যবহারকারীরা অস্ট্রেলিয়ান সংবাদ-আধেয় ফেসবুকে কিংবা অস্ট্রেলিয়ান নিউজ পেজে দেখতে কিংবা শেয়ার করতে পারবেন না।
ফেসবুক বলছে, “প্রস্তাবিত আইন মৌলিকভাবে আমাদের প্লাটফর্ম ও পাবলিশারদের, যারা তাদের আধেয় শেয়ার করার জন্য এটি ব্যবহার করে, তাদের মধ্যকার সম্পর্ককে ভুল বুঝেছে।

“এটি আমাদেরকে পুরাদস্তুর একটি বিকল্প বেছে নিতে বাধ্য করেছে: আমাদেরকে একটি আইনের সঙ্গে মানিয়ে চলা, যেটি এই সম্পর্কের বাস্তবতাকে উপেক্ষা করে, কিংবা অস্ট্রেলিয়ায় আমাদের পরিষেবায় সংবাদ-আধেয় প্রদর্শন বন্ধ করা। অত্যন্ত দুঃখের সঙ্গে, আমরা শেষের বিকল্পটি বেছে নিয়েছি।”

ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভিপি ক্যাম্পবেল ব্রাউন বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল।

মিজ ব্রাউন এক স্টেটমেন্টে বলেন,

“অস্ট্রেলিয়ায় ফেসবুকে সংবাদ-আধেয় পাওয়া নিষিদ্ধ করার মতো অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি।”
অন্যান্য ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসবিএস-এর সংবাদ ও আধেয় পাওয়া যাবে:

এসবিএস নিউজ ওয়েবসাইট: আমাদের  ওয়েবসাইটটি ফেভারিট হিসেবে সেভ করুন।

এসবিএস নিউজ অ্যাপ:  কিংবা  থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করুন এবং এলার্টগুলোতে সাবস্ক্রাইব করুন।

এসবিএস নিউজলেটার্স: আপনার ইমেইলে সর্বশেষ নিউজলেটার পেতে করুন।

অ্যাপল নিউজ: অ্যাপল ডিভাইসে এসবিএস নিউজ চ্যানেল অনুসরণ করুন।

টুইটার: টুইটারে আমাদেরকে অনুসরণ করুন: 

ইনস্টাগ্রাম: ইনস্টাগ্রামে আমাদেরকে অনুসরণ করুন:

ইউটিউব: ইউটিউবে সাবস্ক্রাইব করুন:

টিকটক: টিকটকে অনুসরণ করুন:

রেডিট: রেডিট-এ যোগদিন:

অনলাইনে এবং রেডিওতে ৬৮ ভাষায় সংবাদ ও আধেয় প্রচার করে এসবিএস। আপনার ভাষায় আধেয় পেতে দেখুন: এবং কোভিড-১৯ বিষয়ক সুনির্দিষ্ট তথ্যাবলীর জন্য দেখুন:

এছাড়া  এবং  এর আধেয় পাওয়া যাবে সেগুলোর ওয়েবসাইটগুলোতে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।

Follow SBS Bangla on .


Share
Published 19 February 2021 1:31pm
Updated 19 February 2021 1:33pm
Presented by Sikder Taher Ahmad


Share this with family and friends