ফেসবুক বলছে, তারা অস্ট্রেলিয়ায় পাবলিশার ও ব্যবহারকারীদেরকে অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক সংবাদ-আধেয় শেয়ার করা ও দেখার ক্ষেত্রে বাধা দিবে।
একটি ব্লগ পোস্টে ফেসবুক বলেছে, ইন্টারনেট প্লাটফর্মে সংবাদ-আধেয় প্রকাশের ক্ষেত্রে অর্থ-প্রদানে বাধ্যকরণে ফেডারাল সরকারের একটি প্রস্তাবিত আইনের প্রতিক্রিয়ায় ফেসবুক এই পদক্ষেপ নিয়েছে।
ফেসবুকের এই সিদ্ধান্তের মানে হলো অস্ট্রেলিয়ায় প্রকাশকরা তাদের আধেয় ফেসবুক পেজে আর পোস্ট করতে কিংবা শেয়ার করতে পারবে না।
আর, নন-অস্ট্রেলিয়ান প্রকাশকদের সংবাদ-আধেয় অস্ট্রেলিয়ান ব্যবহারকারীরা দেখতে কিংবা শেয়ার করতে পারবেন না।
অধিকন্তু, অস্ট্রেলিয়ার বাইরের ব্যবহারকারীরা অস্ট্রেলিয়ান সংবাদ-আধেয় ফেসবুকে কিংবা অস্ট্রেলিয়ান নিউজ পেজে দেখতে কিংবা শেয়ার করতে পারবেন না।
ফেসবুক বলছে, “প্রস্তাবিত আইন মৌলিকভাবে আমাদের প্লাটফর্ম ও পাবলিশারদের, যারা তাদের আধেয় শেয়ার করার জন্য এটি ব্যবহার করে, তাদের মধ্যকার সম্পর্ককে ভুল বুঝেছে।
“এটি আমাদেরকে পুরাদস্তুর একটি বিকল্প বেছে নিতে বাধ্য করেছে: আমাদেরকে একটি আইনের সঙ্গে মানিয়ে চলা, যেটি এই সম্পর্কের বাস্তবতাকে উপেক্ষা করে, কিংবা অস্ট্রেলিয়ায় আমাদের পরিষেবায় সংবাদ-আধেয় প্রদর্শন বন্ধ করা। অত্যন্ত দুঃখের সঙ্গে, আমরা শেষের বিকল্পটি বেছে নিয়েছি।”
ফেসবুকের গ্লোবাল নিউজ পার্টনারশিপের ভিপি ক্যাম্পবেল ব্রাউন বলেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত ছিল।
মিজ ব্রাউন এক স্টেটমেন্টে বলেন,
“অস্ট্রেলিয়ায় ফেসবুকে সংবাদ-আধেয় পাওয়া নিষিদ্ধ করার মতো অত্যন্ত কঠিন একটি সিদ্ধান্ত আমরা আজকে নিয়েছি।”
অন্যান্য ডিজিটাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এসবিএস-এর সংবাদ ও আধেয় পাওয়া যাবে:
এসবিএস নিউজ অ্যাপ: কিংবা থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করুন এবং এলার্টগুলোতে সাবস্ক্রাইব করুন।
অনলাইনে এবং রেডিওতে ৬৮ ভাষায় সংবাদ ও আধেয় প্রচার করে এসবিএস। আপনার ভাষায় আধেয় পেতে দেখুন: এবং কোভিড-১৯ বিষয়ক সুনির্দিষ্ট তথ্যাবলীর জন্য দেখুন:
এছাড়া , , এবং এর আধেয় পাওয়া যাবে সেগুলোর ওয়েবসাইটগুলোতে এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।
READ MORE
এসবিএস বাংলা ফেসবুক নীতিমালা