ঈদ পালনের সময়টিতে পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে দূরে থাকা এই একমাত্র অনলাইন শো'টি মুসলিমদের জন্য আনন্দ বয়ে আনবে বলে তাদের প্রত্যাশা।
মুসলিম নেতাদের গ্লোবাল নেটওয়ার্ক কনকরডিয়া ফোরাম আয়োজিত এই কমেডি নাইট রমজান শেষে ঈদুল ফিতরের রাতে করোনা ভাইরাসের কারণে যারা নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তাদের আনন্দ দানের উদ্দেশ্যে করা হচ্ছে।
এই লাইভ শো'তে যারা অংশ নেবেন তারা হচ্ছেন ইমরান ইউসুফ, তেজ ইলিয়াস, আইজা ফাতিমা, আতিফ নাওয়াজ, ইয়াসিন ব্যারনেস, বিলাল জাফর, এহসান আকবার, ইয়াসমিন এল্হাদি, সালমা হিন্দি, আব্দুল্লাহ আফজাল, অথীর ইয়াকুব, নাবাজ পাত, সুহেইল ঈসা, ফেরাজ শেরি, এবং ইসমাইল মোজেস।
কোনকরডিয়া ফোরামের প্রধান মুদাস্সের আহমেদ বলেন, "বিশ্বের বিভিন্ন স্থানে রমজান অনেক কমুনিটির কাছে সংকটপূর্ণ ছিল।ঈদ উৎসবের সময় বাড়িতে একাকী আছেন এমন ব্যক্তিদের জন্য আমরা বিশ্বের বেশ কয়েকজন মেধাবী কমেডিয়ানদের একত্র করতে পেরে গর্বিত, এতে মানুষ মুসলিম সংস্কৃতি সম্পর্কে কিছুটা ধারণা পাবে, এমনকি চাইলে অনেক হাসতেও পারবে।"
এডিনবার্গ ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে সেরা নবাগত মনোনয়ন পাওয়া প্রথম মুসলিম ইমরান ইউসুফ বলেন, "লকডাউনকে হটাতে আমরা ইন্টারনেটের জাদু দিয়ে নিরাপদে ঈদ উৎসব পালন করতে পারি।এই শোয়ের মাধ্যমে সাইবার স্পেসে বিশ্বের অনেক মানুষকে আমরা একত্র করতে পারি, তারা কমেডিয়ানদের পারফর্মেন্স দেখে আনন্দে হাসবে, কারো ভালো ব্রডব্যান্ড সংযোগ থাকলে সে বিশ্বের যেখানেই থাকুক না কেন এই আন্তর্জাতিক মঞ্চের শো উপভোগ করতে পারবে।"
সোশ্যালি ডিস্ট্যান্ট ঈদ কমেডি নাইটটি দেখা যাবে আগামীকাল ২৪শে মে, ব্রিটিশ সামার টাইম রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত, লাইভ প্রোগ্রামটি দেখতে ভিজিট করুন facebook.com/concordiaforum