জার্মানির এক আর্টিস্ট সাইমন ওয়েকার্ট তার নিজের ইউটিউব চ্যানেল ও নিজের ব্লগে একটি ভিডিও শেয়ার দিয়েছেন, যেখানে দেখা গেছে যে, বার্লিনের গুগল অফিসের ঠিক বাইরের সড়কে একটি হাতে টানা গাড়িতে ৯৯ টি স্মার্টফোন টানছেন। ৯৯ টি স্মার্টফোন নিয়ে হাতে টানা ছোট্ট গাড়িটির গতি কম থাকার ফলে গুগল ম্যাপের বিশ্বাস হয় যে, রাস্তায় অনেক যানবাহনের জ্যাম সৃষ্টি হয়েছে। গুগল বিশ্বজুড়ে ট্র্যাফিক তথ্য জানার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে। গাড়িতে থাকা স্মার্টফোনগুলি গতিবেগ কেমন তা জানার ক্ষেত্রে কাজ করে। গুগলে সেই সব স্মার্টফোন তথ্য সরবরাহ করে থাকে। যদি গতি কম থাকে এবং সংখ্যাটি বেশি হয় তবে গুগল রাস্তার সেই অংশটিকে লাল এবং মেরুন রঙ দেখায়, যা ট্র্যাফিক জ্যাম চলছে বলে নির্দেশনা দিয়ে থাকে।
সাইমন ওয়েকার্টের ওই ভিডিওতে দেখা যায়, গুগল ম্যাপের রাস্তাগুলি ধীরে ধীরে সবুজ থেকে মেরুনে পরিণত হচ্ছে। এতে বোঝানো হয় যে, ওই রাস্তায় ট্র্যাফিক জ্যাম রয়েছে। এই ক্ষেত্রে গুগল ম্যাপ পরামর্শ দেয় যাতে ব্যবহারকারীরা ওই রাস্তা এড়িয়ে চলে। আর্টিস্ট ওয়েকার্ট তার ভিডিওতে এর বাইরে বিস্তারিত কোনো বিবরণ দেন নি। এতে ধারণা করা হচ্ছে যে, এটি সম্পূর্ণ ভুয়া একটি ব্যাপার।
সাইমন ওয়েকার্ট তার ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলেন, তিনি আসলে বাস্তবতাকে ডিজিটাল পদ্ধতিতে পরিবর্তন করতে চান। তবে যদি এমন ঘটনা সত্য হয়ে থাকে তাহলে গুগলের উচিত এমন সমস্যা নিয়ে অনুসন্ধান করে তা রোধ করার পদক্ষেপ গ্রহণ করা। কারণ, এতে করে ট্র্যাফিক চলাচলে প্রকৃত সমস্যা তৈরি করতে পারে।